নিউজ পোল ব্যুরো: ভুয়ো পুলিশ সেজে ব্যবসায়ীদের (Businessman) থেকে টাকা ও মাছ ছিনতাই। নিউ ব্যারাকপুরের (New Barrackpore) ৮ নম্বর রেলগেটের কাছে একটি অভিনব ছিনতাই-এর ঘটনা ঘটেছে। দুই ব্যক্তি নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (Sub-Inspector) পরিচয় দিয়ে তৃণমূল কর্মী হিসেবে পরিচিত হন এবং দুই ব্যবসায়ীকে হেনস্থা করে টাকা ও মাছ ছিনতাই করেন। অভিযোগ এদিন ভোর চারটে নাগাদ তৃণমূল ঘনিষ্ঠ কর্মী সায়ন হালদার ও সুগত বিশ্বাস পুলিশ সেজে সবজি ব্যবসায়ী (Vegetable trader) রাজু রায় এবং মাছ ব্যবসায়ী (Fishmonger) মফিজুল গাজীকে গাজা রাখার অভিযোগে ফাঁসানোর ভয় দেখিয়ে মারধর করেন।
আরও পড়ুন: প্রকাশ্যে খুন NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজার
তাদের কাছ থেকে ৬০০০ টাকা এবং ৪০ কেজি মাছ ছিনতাই (Robbery) করার পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সূত্রের খবর, মাছের ক্যারেট গুলো তারা পুরোপুরি নিয়ে যায়নি, কিছু মাছ নিয়ে চলে যায় এরপর ওই ব্যবসায়ী নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করে। এবং সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে পুলিশ দুজনকে শনাক্ত করে।
আরও পড়ুন: Dead Body: ভয়ঙ্কর, খড়ের গাদা থেকে উদ্ধার ঝলসানো দেহ
নিউ ব্যারাকপুর (New Barrackpore) থানার পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ (CCTV footage) থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। বর্তমানে তদন্তকারীরা সায়ন হালদার এবং সুগত বিশ্বাসকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা (Legal system) নিচ্ছে। দুজনকেই আজ ব্যারাকপুর আদালতে (Barrackpore Court) তোলা হবে।
নিউজপোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/