নিউজ পোল ব্যুরো: ভারতীয় দাবার (Indian Chess) ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকল ৭ মার্চ দিনটি। বিশ্বমঞ্চে চৌষট্টি খোপের খেলায় (Chess) শুক্রবার জোড়া জয় এল ভারতের (India)। মন্টিনিগ্রোর (Montenegro) পেট্রোভাকে (Petrovac) স্লোভেনিয়ার (Slovenia) ম্যাটিক লেভেরেন্সিকের (Matic Lavrencic) বিরুদ্ধে ফাইনাল রাউন্ডে (Final Round) ড্র (Draw) করে চতুর্থ ভারতীয় হিসেবে বিশ্ব জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপ (World Junior Chess Championship) জিতলেন ভারতের প্রণব ভেঙ্কটেশ (Pranav Venkatesh)। অন্যদিকে প্রাগ মাস্টার্স চ্যাম্পিয়নশিপের (Prague Chess Master Championship) অন্তিম পর্বে তুরস্কের (Turkey) এডিজ গুরেল (Gurel Ediz) সঙ্গে ড্র করে খেতাব জেতেন অরবিন্দ চিথাম্বরাম (Aravindh Chithambaram)। তিনি রমেশবাবু প্রজ্ঞানানন্দকেও (Rameshbabu Praggnanandhaa) পিছনে ফেলেছেন এই প্রতিযোগিতায়।
আরও পড়ুন: Boris Spassky: ঠান্ডা যুদ্ধের কি নোটস ‘স্প্যাস্কি’ — একযুগের অবসান
গত বছর চেন্নাই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের চ্যালেঞ্জার্স বিভাগেও জয়ী হয়েছিলেন ভেঙ্কটেশ (Pranav Venkatesh)। সেইসময় থেকেই জয়ের ধারা অব্যাহত রেখেছেন তিনি। চলতি জুনিয়র চ্যাম্পিয়নশিপে একটিও ম্যাচ হারেননি ভারতের ৭৫ তম গ্র্যান্ডমাস্টার। এগারো রাউন্ডের এই প্রতিযোগিতায় মোট সাতটি ম্যাচ জিতেছেন তিনি এবং চারটিতে ড্র করেছেন। মোট ১১ পয়েন্টের মধ্যে ৯ পয়েন্ট পেয়ে খেতাব জিতেছেন প্রণব। ৬৩টি দেশ থেকে ১৫৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। যার মধ্যে ১২ জন গ্র্যান্ড মাস্টারও ছিলেন।
চূড়ান্ত রাউন্ডের আগেই বোঝা গিয়েছিল যে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করতে শুধুমাত্র ড্র করলেই হবে ভেঙ্কটেশকে (Pranav Venkatesh)। কালো ঘুটিতে খেলছিলেন লেভরেন্সিক। তিনি সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি বেছে নেন। কিন্তু ভেঙ্কটেশ নিজের একটি ঘুঁটি সমর্পণ করলে অপ্রত্যাশিতভাবে ঘুরে যায় খেলার মোড়। অ্যাডভান্টেজ পেতে শুরু করেন তিনি। চাপে পড়ে যান প্রতিপক্ষ লেভরেন্সিক। শেষমেশ মাত্র ১৮ চালের পরেই ম্যাচ ছেড়ে ড্র করতে সম্মত হন বছর ষোলোর স্লোভেনিয়ান দাবাড়ু।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
১৮ বছর বয়সী কর্ণাটকের দাবাড়ু ভেঙ্কটেশ (Pranav Venkatesh) কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের ওয়েস্টব্রিজ আনন্দ দাবা একাডেমির শিক্ষার্থী। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত আনন্দ এক্স হ্যান্ডেলে লেখেন, “ভেঙ্কটেশকে অনেক অনেক অভিনন্দন। দুর্দান্ত ফর্মে রয়েছে ও। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে নিজের খেলা পর্যালোচনা করে ও। ভেঙ্কটেশকে স্বাগত জুনিয়র চ্যাম্পিয়নদের দলে।“ ভেঙ্কটেশের জয়ে ১৭ বছর পর জুনিয়র চ্যাম্পিয়ন পেল ভারত। এর আগে ১৯৮৭ সালে বিশ্বনাথন আনন্দ, ২০০৪ সালে পেন্টালা হরিকৃষ্ণ এবং ২০০৮ সালে অভিজিৎ গুপ্ত এই শিরোপা অর্জন করেছিলেন।