নিউজ পোল ব্যুরো: ঘরের মাঠে বিশ্বকাপ জেতা যায়নি। তবে এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দলের সামনে। রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। এই নিয়ে তৃতীয়বারের মত কোনো আইসিসি প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই দেশ। আর উল্লেখ্যযোগ্য বিষয়টি হল, এর আগে দুবারই ফাইনালে ভারতকে হারিয়েছে কিউইরা
আরও পড়ুনঃ Champions Trophy: রবিবার জিতছে ভারতই, দাবি মহারাজের
এই অবস্থায় খাতায় কলমে রোহিতরা যতই এগিয়ে থাকুন না কেন, রবিবাসরীয় দুবাইয়ে হাইভোল্টেজ ম্যাচটি যে তাঁদের জন্য মোটেই সহজ হবে না তা বলাই বাহুল্য। বিশেষ করে, লড়াইটা হবে ভারতীয় ব্যাটার এবং নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে। দুবাইয়ের উইকেটে রান করা এমনিতেই একটা চ্যালেঞ্জ। তার ওপর কিউই দলে রয়েছেন মিচেল স্যান্টনার, কাইল জেমিসনদের মত বোলাররা।

তবে রোহিত শর্মা (Rohit Sharma) যদি একটি কাজ করতে পারেন তাহলে ভারতের ট্রফি জয়ের পথ অনেকটাই প্রশস্ত হয়ে যাবে। কী সেই কাজ? ভারতের ফাইনাল জয়ের চাবিকাঠি রয়েছে অধিনায়কের কাছেই। তবে তাঁকে একটু ধৈর্যশীল হতে হবে। গত ২০২৩ বিশ্বকাপ থেকেই রোহিতের খেলার ধরণ বদলে গিয়েছে। এখন আর তাঁকে শুধু হিটম্যান বলা যায় না।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
শুরুর ১০ ওভারে রোহিত আজকাল যে বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন তাতে তাঁকে হিটম্যানের থেকেও বেশি কিছু বলতে ইচ্ছে করে। তবে এতে আখেরে ক্ষতি হচ্ছে দলেরই। রোহিত (Rohit Sharma) চেষ্টা করছেন প্রথম ১০ ওভারেই দলের স্কোর ১০০ বা তার কাছাকাছি নিয়ে গিয়ে প্রতিপক্ষকে ম্যাচ থেকে বের করে দিতে। কিন্তু তাতে বেশিরভাগ সময়ই তাড়াতাড়ি উইকেট ছুঁড়ে দিয়ে চলে আসছেন তিনি। তাতে বাড়তি অ্যাডভান্টেজ পাওয়ার চক্করে উল্টে চাপে পড়ছে দল।
রবিবারের ফাইনালে ভারত অধিনায়ককে তাই মোটেই এমনটা করলে চলবে না। তাঁকে প্রথম ১০ ওভার একটু ধরে খেলতেই হবে। কারণ হিটম্যান যদি টিকে যান তাহলে ভারতের পকেটে অর্ধেক ম্যাচ সেখানেই চলে আসবে। প্রথমে অতিরিক্ত ঝুঁকি নিয়ে না মারলেও চলবে। রোহিতের এখনো সেই ক্ষমতা রয়েছে যে প্রথমে ধরে খেলে শেষের দিকে দলের স্কোর প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারবেন। শুধু নিজের ওপর বিশ্বাস আর ভরসাটা রাখতে হবে। তাহলেই হবে।