নিউজ পোল ব্যুরো: “নারীর ক্ষমতায়ন শুধু একটি নির্দিষ্ট দিনেই নয়, প্রতিটি দিনেই নারীদের গুরুত্ব দিতে হবে।” একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইস্পাত’ এবং ড: মঞ্জুশ্রী চাকি সরকার মেমোরিয়ালের উদ্যোগে সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে সম্প্রতি আয়োজিত হয় ‘পঞ্চকন্যা সন্মান ২০২৫’ (Panchakanya 2025)। এই অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) উদযাপন করা হলেও, ইস্পাতের রিতেশ বসাক বিশেষভাবে উল্লেখ করেন যে, ‘নারী দিবস শুধুমাত্র একদিন পালন করার দিন নয় বরং নারীর অধিকারকে (Women’s rights) সমাজে প্রতিষ্ঠিত করা এবং নারীর আত্মমর্যাদার (Self-esteem) প্রতি সম্মান Respect প্রদর্শনই মূল উদ্দেশ্য।’
আরও পড়ুন:International Women’s Day: নারী দিবসে সোনারপুর উত্তরে বিশেষ উদ্যোগ!

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি নারীর অধিকার (Women’s rights) নারীরা নিজেরাই অর্জন করেছে এবং এই দিনটিকে আমরা শুধুমাত্র একদিন নয় বরং প্রতিটি দিন নারী দিবস হিসেবে উদযাপন করতে চাই।’
ইস্পাতের উদ্দেশ্য ছিল একটি সুস্থ সমাজ গঠনের প্রক্রিয়ায় নারী এবং পুরুষের সমন্বয় ঘটানো, যেখানে একে অপরের দায়িত্ব এবং অধিকারকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে। এদিন পঞ্চকন্যা সম্মানে (Panchakanya 2025) সন্মানিত করা হয় বিভিন্ন খ্যাতনামা নারীদের। তারা হলেন, বিশিষ্ট মণিপুরী শিল্পী কলাবতী দেবী, প্রখ্যাত অভিনেত্রী রত্না ঘোষাল, সল্টলেকের (Saltlake) এক নামী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুভলক্ষ্মী ভগত, অর্জুন অ্যাওয়ার্ড প্রাপ্ত সোনা জয়ী সরস্বতী সাহা এবং বিধান নগরের হোমিওপ্যাথিক কলেজের ডেপুটি ডিরেক্টর ডক্টর প্রিয়দর্শিনী।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

অনুষ্ঠানে (Panchakanya 2025) বিধাননগরের বিভিন্ন ব্লকের মহিলা আবাসিকরা গান, নাচ ও কবিতার মাধ্যমে অনুষ্ঠানটি আলোকিত করে তোলে। এইভাবে নারীদের শিল্পের প্রতি অবদান এক নতুন মাত্রা পায়। রিতেশ বসাক বিশেষভাবে ধন্যবাদ জানান ‘নিউজ পোল বাংলাকে’ (Newspole Bangla), যারা এই সুন্দর অনুষ্ঠানকে সমাজের সামনে তুলে ধরার জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাতের অন্যান্য সদস্যরা যেমন, প্রদীপ বণিক, অভিজিৎ, দীপঙ্কর নস্কর, চিত্রা সরকার সহ আরও অনেকে।

আরও পড়ুন:International Women’s Day: নারী দিবসে বিশেষ উদযাপন সল্টলেকে