Champions Trophy : ঈশ্বরের উদ্দেশ্যে আরতি, চলছে যজ্ঞ, জিততেই হবে রোহিতদের!

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: রবিবাসরীয় দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। দুই বছরেরও কম সময়ে টানা চারটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে টিম ইন্ডিয়া। আর যেহেতু গত বছরই বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ১১ বছরের আইসিসি ট্রফির খরা কাটিয়েছেন রোহিতরা, তাই রবিবারের ফাইনাল ঘিরে সারা দেশের উত্তেজনা তুঙ্গে।

আরও পড়ুনঃ Champions Trophy : দিন, সূচি আর কী কী রবিবার বিপক্ষে যাচ্ছে টিম ইন্ডিয়ার?

সমর্থকরা মনে করছেন এবারেও ট্রফি জয় কার্যত সময়ের অপেক্ষা। তবে ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা। কখন কী হবে তা কেউ জানে না। তাই ফাইনাল শুরুর আগে রবিবার দিনভর দেশের নানা কোণে চলছে পুজোপাঠ এবং যাগযজ্ঞ। সকলের একটাই প্রার্থনা। ২০২৪ সালের ২৯ জুনের মত চিরস্মরণীয় হয়ে থাকুক ২০২৫ সালের ৫ মার্চ। আর যেন হার্টব্রেক না হয়।

ক্রিকেট এদেশে নিছকই খেলা নয়। এদেশে ক্রিকেট যেন একটি ধর্ম। দৈনন্দিন সাফল্য ব্যর্থতা একদিকে রেখে যাকে আঁকড়ে বাঁচার চেষ্টা করে অগুনতি মানুষ। সুতরাং, চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে রোহিতরা জিতলে সেই জয় যে শুধু তাদের হবে না, তা হবে গোটা ভারতের সেটা বলাই বাহুল্য। সেই কারণেই রবিবারের ম্যাচে টিম ইন্ডিয়ার সাফল্য কামনায় দেশজুড়ে চলছে প্রার্থনা। এর আগে ভারত-পাকিস্তান ম্যাচেও দেখা গিয়েছিল একই ছবি।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক ম্যাচের আগে কলকাতার নানা স্থানে চলেছিল পুজোপাঠ। সল্টলেকের একটি এলাকায় তো রীতিমত যজ্ঞ করে তারা মায়ের পুজো করা হয়। উদ্যোক্তারা যে যজ্ঞের নাম দিয়েছিলেন শত্রু নিধন যজ্ঞ। শুধু পাকিস্তান কে হারানোই এই যজ্ঞের উদ্দেশ্য ছিল না ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ছিল আসল উদ্দেশ্য। আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) ফাইনালের আগে বারাণসী এবং কানপুরেও দেখা গেল একই ছবি। ভারতের জয় কামনায় কানপুরে যজ্ঞের আয়োজন করা হয়। অন্যদিকে বারাণসীতে আরতি করলেন ভক্তরা। সব মিলিয়ে ক্রিকেট জ্বরে কাঁপছে গোটা দেশ।