Champions Trophy : বিশ্বকাপ না পেলেও বিশ্বচ্যাম্পিয়ন ভারত!

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: না, একেবারেই অবিশ্বাস্য নয়! ঘরের মাঠে বিশ্বকাপ আসেনি। সবটা সুদে আসলে পুষিয়ে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) বিজয়ী ভারত। নিউজিল্যান্ডের দেওয়া ২৫২ রানের লক্ষ্যমাত্রা ওভারেই অর্জন করে নিলেন রোহিত শর্মার দল। এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে এক বছরেরও কম ব্যবধানে দুটি আইসিসি ট্রফি জিতলেন হিটম্যান।

আরও পড়ুনঃ Champions Trophy: রবিবার জিতছে ভারতই, দাবি মহারাজের

২৫২ তাড়া করতে নেমে এদিন শুরুটা যে বিধ্বংসী অথচ সতর্ক মেজাজে করেছিলেন রোহিত (৭৬), তাতে একদিকে যেমন মনে হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) হাতে তুলে নেওয়ার তর সইছে না তাঁর। অন্যদিকে তেমনিই মনে হচ্ছিল, গোটা টুর্নামেন্ট ব্যাট হাতে শান্ত থাকার পর ফাইনালে নিজের প্রথম অধিনায়ক ধোনিকে ট্রিবিউট দিতে চান। ‌ ২০১১ বিশ্বকাপে ধোনির গল্পটাও তো ছিল এমনই। প্রথম উইকেটের জুটিতে শুভমন গিলকে সঙ্গে নিয়ে ১০৫ রান তোলেন রোহিত। তারপরই অবশ্য পরপর ধাক্কা। আরো একবার অবিশ্বাস্য ক্যাচে গিলকে গ্লেন ফিলিপস ফিরিয়ে দিতেই বেশিক্ষণ টেকেননি বিরাটও। মাত্র ১ রান করে ব্রেসওয়েলের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিছুক্ষণ পর রচিন রবীন্দ্রকে স্টেপ আউট করতে গিয়ে যেভাবে আউট হন রোহিত তাতে মনে মাথায় আসছিল একটাই শব্দ। পণ্ডশ্রম! কিন্তু এই দল যে বিশ্বচ্যাম্পিয়ন দল। বিশ্বকাপ না পেয়েও তারা বিশ্বচ্যাম্পিয়ন। তাই জিততে অসুবিধা হল না শেষপর্যন্ত। শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল আর তারপর কে এল রাহুল হার্দিক পাণ্ডিয়াদের হাত ধরে রবিবারের দুবাইয়ে ঐতিহাসিক জয়টা এল ৪ উইকেটে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

আচ্ছা, রোহিত শর্মার সঙ্গে ক্রিকেট ঈশ্বরের কি কোনো চুক্তি হয়েছিল ২০২৩ সালের ১৯ নভেম্বরে আগে? ক্রিকেট ঈশ্বর কি রোহিতকে এমন কথা বলেছিলেন, “এই বিশ্বকাপটা ছেড়ে দে তার বদলে আমি তোকে পরপর দু’বছর দুটো আইসিসি ট্রফি দিচ্ছি!” পরপর ঘটনাগুলি যেভাবে ঘটছে তাতে এমনটা মনে হওয়া কিন্তু মোটেই অন্যায্য নয়। আসলে ব্যাটিং আর অধিনায়কত্ব দুয়ের এক অভূতপূর্ব সংমিশ্রণে রোহিত দিন দিন এমন এক ব্র্যান্ডে পরিণত হচ্ছেন তাতে তার কাছে যেন কিছুই অসম্ভব নয়। গত বছর বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই রোহিতের নেতৃত্বে দল শ্রীলঙ্কায় ০-২ হারে একদিনের সিরিজ। এরপরেও কেউ আশা করে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে ভারত?

Champions Trophy Final

জিতল কারণ, অধিনায়কের নাম রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ স্পিনার নিয়ে যাওয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছিল গুরু গম্ভীর এবং রোহিতকে। এদিন চ্যাম্পিয়ন হওয়ার পর কুলদীপ যাদবের সাফ দাবি, শুধু স্পিনার খেলানোই নয়। তাদের কীভাবে সামলে রাখতে হয় সেটাও তাঁর অধিনায়কের থেকে শেখা উচিত সকলের। কুলদীপ আসলে পুরোটা বলেননি। রোহিতের থেকে অবশ্যই শেখা উচিত। তবে শুধু স্পিনারদের সামলানোর বিষয়টি নয়। প্রতিযোগিতায় একটি ম্যাচেও টস না জিতে সবকটি ম্যাচ জিতে গড়লেন নয়া রেকর্ড। এই প্রথম কোনো অধিনায়ক কোনো প্রতিযোগিতায় একটি ম্যাচেও টস না জিতে চ্যাম্পিয়ন করলেন দলকে।

রোহিত শর্মার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বই যে এর নেপথ্যে সবথেকে বড় কারণ, এ বিষয়ে কোনো দ্বিমত থাকার কথাই নয়। এদিনও শুরুতে যখন ঝড় তুলছেন রচিন রবীন্দ্র।‌ নিউজিল্যান্ডের গাড়ি এত জোরে ছুটতে শুরু করেছে যে ফিরে আসছে ২০১৭ ফাইনালের স্মৃতি। তখন কমেন্ট্রি বক্সে বারবার সমালোচিত হচ্ছিল রোহিতের রক্ষণাত্মক ক্যাপ্টেন্সি। কিন্তু একবার উইকেটের ফ্লাডগেট ওপেন হতেই যেভাবে কিউদের গলা চেপে ধরলেন ভারত অধিনায়ক তা থেকে আর বেরোতে পারল না তারা। আর সবশেষে কাপও এল সেই সঙ্গে বড় ঘোষণাও। সাংবাদিক সম্মেলনে এসে রোহিত জানিয়ে দিলেন তিনি এখনই অবসরের কথা ভাবছেন না।

Champions Trophy

রোহিত এখন অবসর নিন তা অবশ্য কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir) হয়ত চাইবেন না। এই দিনটা যাঁর জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে রইল। খেলোয়ার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ৫০ ওভারের বিশ্বকাপ জিতে নিলেও চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জিততে পারেননি গম্ভীর। কোচ হিসাবে সেই ঘাটতি পূরণ। তবে তার থেকেও বড় কথা ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ হোয়াইটওয়াশ আর অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফি খুইয়ে আসা পুরোটাই ভুলিয়ে দিল এদিনের মহাসাফল্য। রবিবারের দুবাই একমুঠো টাটকা অক্সিজেন দিয়ে গেল গুরু গম্ভীরকে।