নিউজ পোল ব্যুরো: মার্চ মাসের শুরুতেই বাংলার (West Bengal Weather) আবহাওয়ায় শুরু হয়েছে চরম পরিবর্তন। কখনও গরম, কখনও হালকা শীতের স্পর্শ, আবার কখনও বৃষ্টির পূর্বাভাস—পুরো পরিস্থিতিই বেশ খামখেয়ালী(Bengali Weather Update)। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে (India Weather) শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ (Heatwave), আবার কিছু জায়গায় ঝড়-বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)।
আরও পড়ুন:- Bengal Weather: দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল!
আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে (South Bengal) গরম বাড়বে। রোদ ঝলমলে (Sunny Weather) আকাশের অধীনে বেশ চড়া পারদ দেখবে কলকাতা (Kolkata Weather) সহ অন্যান্য জেলাগুলো। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার (West Bengal Districts) আবহাওয়া শুকনোই থাকবে। অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতার তাপমাত্রার (Kolkata Temperature) ক্ষেত্রে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা(Bengali Weather Update) থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। তবে পরবর্তী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের (South Bengal Weather Forecast) তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এবার দোল (Dol Weather) বা হোলির (Holi) দিন গরম আরও খানিকটা বাড়বে। বিশেষত কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Heat) বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে রঙের উৎসবের দিন গরমের দাপট বেশ ভালোভাবেই টের পাওয়া যাবে।
আরও পড়ুন:- Bengal Weather Forecast: ফাল্গুনেও শীতের ছোঁয়া!
দক্ষিণবঙ্গে (South Bengal Dry Weather) বৃষ্টি না হলেও, উত্তরবঙ্গের (North Bengal Rain) কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড়বৃষ্টির (Thunderstorm with Rain) সম্ভাবনা রয়েছে। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri) এবং আলিপুরদুয়ারে (Alipurduar) বৃষ্টি হতে পারে। তবে মোটের ওপর উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না।হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) প্রবেশ করেছে উত্তর-পশ্চিম ভারতে (Northwest India)। এছাড়াও মধ্য অসমে (Assam) এবং তামিলনাড়ুতে (Tamil Nadu) দুটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) অবস্থান করছে। এর প্রভাবেই উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টি হবে, কিন্তু দক্ষিণবঙ্গে এর কোনো প্রভাব পড়বে না।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
আবহাওয়া দফতরের (IMD Forecast) মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের (South Bengal Summer) সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বসন্তের শুরুতেই গরমের দাপট বাড়বে বলে মনে করা হচ্ছে, যা এবারের গ্রীষ্মের (Summer in Bengal) পূর্বাভাসের ইঙ্গিত দিচ্ছে। মোটের ওপর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুকনো ও উষ্ণ। দোলের দিন (Dol Festival 2025) গরমের দাপট বেশি থাকবে, তাই বাইরে বেরোলে সাবধানতা অবলম্বন করা জরুরি। অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal Rain Forecast) কিছু এলাকায় সামান্য ঝড়বৃষ্টি হতে পারে। তাই যারা দোলের ছুটি কাটাতে উত্তরের পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য আবহাওয়ার(Bengal Weather Update) এই পূর্বাভাস বেশ গুরুত্বপূর্ণ হতে পারে।