নিউজ পোল ব্যুরো: টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে সম্পর্কের সমীকরণ যে সময়ের সঙ্গে বদলায়, তা নতুন কিছু নয়। বন্ধুত্ব থেকে তিক্ততা, আবার সেই তিক্ততা থেকে বন্ধুত্বের পথে ফেরার গল্প আমরা আগেও দেখেছি। তবে যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই জনপ্রিয় নায়িকা (Actress) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), তখন উৎসাহ আরও বেড়ে যায় সিনেপ্রেমীদের মধ্যে(Mimi-Subhashree)। এক সময় শোনা গিয়েছিল, তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খুব একটা স্বাভাবিক নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে কি তবে গলতে শুরু করল বরফ?
আরও পড়ুন:- Nargis Fakhri: ভুল সম্পর্কের দিকে এক পদক্ষেপও নয়!
সম্প্রতি মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Bengali Actress) নিয়ে টলিউডে নতুন গুঞ্জন শুরু হয়েছে। তাঁদের সম্পর্ক যে অনেকটাই স্বাভাবিক হয়েছে, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। শুভশ্রীর ছেলে ইউভানের (Yuvaan) জন্মের পর মিমি তাঁকে বিশেষ উপহার পাঠিয়েছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ারও করা হয়েছিল। সেই সময় অনেকেই বলেছিলেন, ইউভানের কারণেই কি আবারও কাছাকাছি এলেন দুই নায়িকা? এরপর ‘সন্তান’ (Santaan) ছবির হাত ধরে আবারও একসঙ্গে দেখা যায় তাঁদের। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত এই সিনেমায় একসঙ্গে কাজ না করলেও ছবির পার্টিতে (Film Party) তাঁরা একসঙ্গে ধরা দিয়েছিলেন ক্যামেরায়। ছবির প্রযোজক মহেন্দ্র সোনি (Mahendra Soni) এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেখানে দুই নায়িকাকে একসঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়। টলিপাড়ায় কানাঘুষো শুরু হয়, তবে কি পুরনো মনোমালিন্য এবার অতীত?

আরও পড়ুন:- Indrani Chakraborty: হারানো স্মৃতির গল্প ‘ছাদ’
সম্প্রতি ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে এক নতুন মুহূর্ত ধরা পড়ল। এই শোয়ের বিচারকের আসনে রয়েছেন শুভশ্রী, অঙ্কুশ হাজরা (Ankush Hazra), যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এবং কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। সেখান থেকেই একটি নাচের ভিডিও শেয়ার করেন অঙ্কুশ। আর সেই ভিডিওতে শুভশ্রীর সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করতেই তা নজরে পড়ে মিমির। মিমির লাভ রিয়্যাক্ট (Love React) দেখে ফের শুরু হয়েছে আলোচনা(Mimi-Subhashree)।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এক সময় শোনা যেত, পরিচালক রাজ চক্রবর্তীর কারণেই নাকি মিমি ও শুভশ্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। যদিও এই বিষয়ে কখনও তাঁরা প্রকাশ্যে কিছু বলেননি। তবে সময়ের সঙ্গে সঙ্গে যে পরিস্থিতি অনেকটাই বদলেছে, তা বোঝা যাচ্ছে তাঁদের সাম্প্রতিক সম্পর্কের রসায়ন(Mimi-Subhashree) দেখে। এখন প্রশ্ন একটাই, তাহলে কি আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে মিমি ও শুভশ্রীকে? যদিও এই বিষয়ে দুই নায়িকাই এখনও কিছু বলেননি। তবে তাঁদের সাম্প্রতিক গতিবিধি দেখে ভক্তরা আশায় বুক বাঁধছেন। এক সময়ের দুই প্রতিদ্বন্দ্বী যদি আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার (Screen Share) করেন, তাহলে তা নিঃসন্দেহে হবে বাংলা সিনেমার (Bengali Cinema) জন্য বড় খবর!