নিউজ পোল ব্যুরো: সপ্তাহের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে মধ্যপ্রদেশের সিধি জেলায় একটি ট্রাক এবং একটি এসইউভি-এর সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিধি-বাহরি রোডের উপনি পেট্রোল পাম্পের কাছে রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ গায়ত্রী তিওয়ারি। তিনি বলেছেন, একটি পরিবারের সদস্যদের বহনকারী এসইউভি (ট্যাক্সি সার্ভিস) মাইহারের দিকে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি সিধি থেকে বাহরি যাচ্ছিল বলেই জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় এসইউভিতে থাকা সাতজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত ৯ জনকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী রেওয়ায় রেফার করা হয়েছে এবং বাকিদের সিধি জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ Manipur Incident : মণিপুর বিতর্কে আজও উত্তাল হতে পারে লোকসভা
ট্রাক চালককে আটক করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। কিভাবে দুর্ঘটনা (Accident) ঘটল তা নিয়ে তদন্ত চলছে। সিধির পুলিশ সুপার (এসপি) রবীন্দ্র ভার্মা জানিয়েছেন, এসইউভির আরোহীরা একটি ‘মুন্ডন’ অনুষ্ঠানে যোগ দিতে মাইহার যাচ্ছিলেন। তিনি বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এসইউভিটি ভুল দিক থেকে আসছিল যার ফলে সংঘর্ষ হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছে যারা দুর্ঘটনার সকল দিক থেকে তদন্ত করবে, এসপি বলেন। মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। ” মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, “সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর বিবেচনামূলক তহবিল থেকে ২ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং অন্যান্য আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা অনুমোদনের নির্দেশ দেওয়া হয়েছে,।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/