Champions Trophy : চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মঞ্চে অপমানিত পাকিস্তান

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানে আসতে ভারতকে কোনোমতেই রাজি করাতে পারেনি পাক ক্রিকেট বোর্ড। হাইব্রিড মডেলেই হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। দুবাইয়ের মাঠে নিজেদের সব ম্যাচ খেলে চ্যাম্পিয়ন মেন ইন ব্লু। আর এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে দানা বাঁধছে নয়া বিতর্ক।

আরও পড়ুনঃ Rohit Sharma: টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন হিটম্যান?

আরও পড়ুনঃ Harry Brook: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যার্থতা ‘কুয়াশাচ্ছন্ন’ ইংলিশ ব্যাটারের কেরিয়ার

প্রতিযোগিতার আয়োজক ছিল পাকিস্তান।‌অথচ ফাইনালের পুরষ্কার বিতরণী মঞ্চে ডাকাই হল না পাকিস্তানের কাউকে। পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি না আসতে পারলেও রবিবার মাঠেই উপস্থিত ছিলেন পিসিবির সিইও সুমাইর আহমেদ। তাঁকে পুরস্কারের মঞ্চে না ডাকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শোয়েব আখতারের মত প্রাক্তনীরা এই ঘটনায় সমালোচনায় ভরিয়ে দিয়েছেন আইসিসিকে।

এদিকে রবিবারের দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাক বোর্ডের কোনো কর্তাকে না ডাকার ঘটনা মনে করিয়ে দিচ্ছে ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফি (2006 Champions Trophy) ফাইনালের স্মৃতি। ভারতে আয়োজিত সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। আর বিসিসিআইয়ের তৎকালীন সভাপতি হিসেবে শরদ পওয়ার যখন মঞ্চে উঠে রিকি পন্টিংয়ের দলকে ট্রফি তুলে দিতে যান তখন তাঁকে ধাক্কা মারার অভিযোগ ওঠে অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

দুবাইয়ের রবিবাসরীয় ফাইনালের ঘটনা ঠিক তেমন না হলেও কোনো অংশে কমও নয়। যদিও কেন পাকিস্তানের কোনো কর্তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়নি তার একটি ব্যখ্যা দেওয়া হয়েছে আইসিসি। তাদের তরফে দাবি করা হয়েছে, মাঠে থাকলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা সুমাইরের উপস্থিতির কথা জানতেন না। তাই ভুল বোঝাবুঝিতে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। যদিও এই ব্যাখ্যায় খুশি নয় পাকিস্তান।