Amir khan: বলিউডের ‘ব্যর্থতা’ নিয়ে মন্তব্যে আমির খান

দেশ পেজ 3

নিউজ পোল ব্যুরো: গত এক বছরে বলিউডে অনেক ছবিই বক্স অফিসে সফল হতে পারেনি, যার ফলে বলিউড ইন্ডাস্ট্রির জন্য এক কঠিন সময় হতে চলছে। অভিনেতা, নির্মাতা, প্রযোজক— সবাই চিন্তিত এই বিষয়টি নিয়ে। উল্লেখ্য, তবে এই মুহূর্তে দক্ষিণী ছবির (South Indian Cinema) সাফল্য বেড়ে গেছে এবং বলিউডের চলচ্চিত্রগুলি ভালোভাবে ব্যবসা করতে পারছে না, এই পরিস্থিতি নিয়ে নিজের মতামত দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান (Amir khan)।

আরও পড়ুনঃ Holi 2025: রঙের উৎসবের নেপথ্যে সাদা পোশাক

চলতি বছর ১৪ মার্চ ৬০ বছরে পা রাখতে চলেছেন আমির (Amir khan)। তার জন্মদিন উপলক্ষে একাধিক পুরনো ছবি আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে, আর এ নিয়েই সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন তিনি। এই আলাপচারিতায়, বলিউডের বর্তমান পরিস্থিতি এবং দক্ষিণী চলচ্চিত্রের (South Indian Film Industry) সাফল্য নিয়ে অনেক দিক তুলে ধরেছেন তিনি।

আমির খানের মতে, বর্তমানে বলিউডের নির্মাতারা খুব ছোট, সূক্ষ্ম অনুভূতিতে বেশি জোর দিচ্ছেন। এই কারণে ছবির মধ্যে বাস্তবতা বা দর্শকদের সঙ্গে যোগাযোগের অভাব হচ্ছে, যা মানুষের আবেগে সরাসরি পৌঁছাতে পারে না। তিনি বলেন, দক্ষিণী নির্মাতারা তাঁদের ছবিতে আবেগকে প্রাধান্য দেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

দক্ষিণী ছবির সাফল্যের পিছনে সবচেয়ে বড় কারণ হিসেবে আমির (Amir khan) দেখছেন তাদের আবেগময় কাহিনির গভীরতা, যা সাধারণ দর্শককে বিশেষভাবে টানে। বিশেষত, দক্ষিণী সিনেমাগুলির মধ্যে চরিত্রদের অনুভূতি, সম্পর্ক এবং সংগ্রামের পরিচিতি যেমন দর্শকদের সঙ্গে একাত্ম হয়ে থাকে, তেমনই তাদের গল্পে শক্তিশালী আবেগের প্রাধান্য থাকে।

বর্তমানে আমির খানের কাজের মধ্যে রয়েছে তার নতুন ছবি ‘সিতারে জমিন পর’ (Stars on the Ground) মুক্তির প্রস্তুতি। পাশাপাশি, তিনি প্রযোজক হিসেবেও কাজ করছেন। তার প্রযোজিত ছবি ‘লাহোর ১৯৪৭’ (Lahore 1947) এর প্রস্তুতিও চলছে। তবে, এই মুহূর্তে তার মন্তব্যগুলির গুরুত্ব এবং বলিউডের বর্তমান পরিস্থিতির দিকে মনোযোগ আকর্ষণ করেই তিনি বলেন যে, বর্তমান সময়ে বলিউডে একধরণের পরিবর্তন প্রয়োজন। এখন দেখার বিষয়, বলিউড নির্মাতারা কি আমিরের এই পরামর্শ গ্রহণ করবেন, নাকি তাঁরা তাদের নিজস্ব রাস্তায় চলতে থাকবেন।