নিউজ পোল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জয় উপলক্ষে দেশব্যাপী আনন্দের জোয়ার বইছিল। ক্রিকেটপ্রেমীরা জয়লাভের পর রাস্তায় নেমে উল্লাসে মেতে উঠেছিলেন। শিলিগুড়ির (Siliguri) রাস্তাতেও ছিল তেমনি এক উৎসবের পরিবেশ। যেখানে স্থানীয় সমর্থকরা আনন্দিত ভাবে ভারতীয় জাতীয় পতাকা (National Flag) হাতে নিয়ে উদযাপন করছিলেন। কিন্তু এই আনন্দঘন মুহূর্তেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা।
আরও পড়ুন:BLRO Office: বি এল আর ও অফিসে উত্তেজনা,মিডিয়াকে ঢুকতে বাধা
শিলিগুড়ি (Siliguri) মেট্রোপলিটন পুলিশের ইস্ট জোনের এসিপি রবিন থাপা ভারতীয় জাতীয় পতাকা (National Flag) হাতে থাকা এক ব্যক্তিকে লাথি মারতে দেখা যায়। এই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়লে সোশ্যাল মিডিয়ায় (Social media) ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। দেশের প্রতি এমন অপমানজনক আচরণ সহ্য করতে পারেননি অনেকেই। এই ঘটনায় ভারতীয় অখিল বিদ্যার্থী পরিষদের (Akhil Vidyarthi Parishad) সদস্যরা, তীব্র প্রতিবাদ জানাতে শিলিগুড়ি (Siliguri) হাসমি চকে বিক্ষোভ সমাবেশ করেন। তারা ওই পুলিশ আধিকারিকের পদত্যাগের দাবি জানান।
আরও পড়ুন:Holi 2025: রঙের উৎসবের নেপথ্যে সাদা পোশাক
এমন একটি অবমাননাকর ঘটনা ঘটানোর জন্য এসিপি রবিন থাপা রীতিমতো সমালোচনার (Criticism) ঝড়ের মুখে পড়েন। তার আচরণে দেশবাসী ক্ষুব্ধ (Angry) হয়ে উঠেছে এবং তাকে শাস্তির আওতায় আনার দাবি তুলেছেন। জনগণের মতে, একজন পুলিশ আধিকারিক হিসেবে তার দায়িত্ব ছিল জনগণের সঙ্গে সদয় আচরণ করা, কিন্তু এর বিপরীতে তিনি যা করেছেন তা অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। বিক্ষোভকারীরা এই ঘটনায় পুলিশ প্রশাসনের নজরদারি ও সিদ্ধান্তের উপর প্রশ্ন তুলেছেন।

এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে কোন সঠিক ব্যাখ্যা কিংবা আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপের আশায় রয়েছে দেশবাসী।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/