Jadavpur University: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আহত ইন্দ্রানুজ

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) সাম্প্রতিক ঘটনাবলির কেন্দ্রবিন্দুতে থাকা আহত ছাত্র ইন্দ্রানুজ রায় (Indranuj Roy) অবশেষে দশদিন পর হাসপাতাল (Hospital) থেকে ছাড়া পেলেন। যাদবপুরের (Jadavpur University) এক বেসরকারি মেডিক্যাল কলেজ (Private Medical College) হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সোমবার সন্ধ্যায় তিনি বাড়ি ফিরলেন, যদিও চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী আগামী দুই সপ্তাহ তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ক্ষতস্থানের ড্রেসিং (Dressing) নিয়মিত করতে হবে এবং তাঁর নড়াচড়ায় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (University Authority) ইন্দ্রানুজের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবে বলে জানিয়েছে। বাড়ি ফিরে ইন্দ্রানুজের বাবা অমিত রায় (Amit Roy) কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ছেলে বাড়ি ফিরেছে, সেটাই বড় স্বস্তি। তবে আসল ইস্যু কিন্তু থেকে যাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন (Student Union Election), ক্যাম্পাসের নিরাপত্তা (Campus Security) এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবিগুলো যেন উপেক্ষিত না হয়। তাই কর্তৃপক্ষের উচিত, আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজা।”

আরও পড়ুন: Jadavpur University: ওয়েবকুপার সভায় উত্তাল যাদবপুর

গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা (Webcupa Annual General Meeting) ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম (Left) ও অতি বাম (Ultra-Left) ছাত্র সংগঠনের সদস্যরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন শিক্ষামন্ত্রীর গাড়ি ক্যাম্পাস থেকে বেরোনোর সময় ইন্দ্রানুজ রায় দুর্ঘটনাবশত তার নিচে পড়ে গুরুতর আহত হন। বাঁ পায়ে গভীর আঘাত পাওয়ার ফলে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় চত্বর আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরে সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Salim) এবং প্রাক্তন এসএফআই (SFI) রাজ্য সভাপতি সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) হাসপাতালে গিয়ে ইন্দ্রানুজের শারীরিক অবস্থার খোঁজ নেন। অন্যদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফোন করে ইন্দ্রানুজের বাবা অমিত রায়ের সঙ্গে কথা বলেন ও ছেলের শারীরিক অবস্থার আপডেট নেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

হাসপাতাল থেকে ছাড়া পেলেও ইন্দ্রানুজকে আরও দুই সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষভাবে নজর রাখতে হবে তাঁর বাঁ পায়ের আঘাতের ওপর, যাতে কোনওভাবে সেটি নড়াচড়া না হয়। ক্ষতস্থানের ড্রেসিং নিয়মিত করতে হবে, যার জন্য একজন প্রশিক্ষিত নার্স (Trained Nurse) নিয়োজিত থাকবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (University Administration) চিকিৎসার সমস্ত খরচ বহন করবে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।এই প্রসঙ্গে ইন্দ্রানুজের বাবা বলেন, “ছেলে ফিরেছে, এটাই বড় স্বস্তির কথা। কিন্তু ছাত্রদের যে ন্যায্য দাবিগুলো ছিল—ছাত্র সংসদ নির্বাচন, ক্যাম্পাসে নিরাপত্তা, সুস্থ পরিবেশ—সেগুলো যেন হারিয়ে না যায়। এখন কর্তৃপক্ষের উচিত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সমাধানের পথ বের করা।” বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পরিস্থিতি যেমনই হোক না কেন, ইন্দ্রানুজের এই ঘটনার পর ফের একবার ক্যাম্পাসের নিরাপত্তা এবং ছাত্র রাজনীতি (Student Politics) নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটাই এখন দেখার বিষয়।