Weather Forecast Bengal: বসন্তেই গ্রীষ্মের অনুভূতি দক্ষিণবঙ্গে

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: বসন্তকাল হলেও দক্ষিণবঙ্গে (South Bengal) গরমের দাপট ইতিমধ্যেই টের পাচ্ছেন রাজ্যবাসী। মার্চের শুরু থেকেই বাড়তে থাকা তাপমাত্রা মাঝেমধ্যে সামান্য কমলেও, স্থায়ী স্বস্তি মিলছে না। আবহাওয়ার (weather forecast bengal) এই খামখেয়ালিপনা বজায় রয়েছে উত্তর থেকে দক্ষিণ বঙ্গজুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে এবং আগামী কয়েকদিন বজায় থাকবে শুকনো আবহাওয়া। অর্থাৎ, দোল উৎসবের (Dol Festival) আগে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন:- Bengal Weather: দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল!

যদিও সপ্তাহের শুরুতে কিছু জায়গায় শীতের আমেজ (Weather forecast bengal) ফিরে এসেছিল, তবে তা খুব দ্রুতই উধাও হয়ে গিয়েছে। বর্তমানে রাজ্যে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস (Dry Wind) প্রবেশ করছে, যা তাপমাত্রা আরও বাড়িয়ে তুলবে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী দিনে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস (Temperature) ছাড়িয়ে যেতে পারে। কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East & West Medinipur), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), পূর্ব ও পশ্চিম বর্ধমান (East & West Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়ায় (Nadia) আপাতত বৃষ্টি হবে না।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

যেখানে দক্ষিণবঙ্গে গরমে হাঁসফাঁস পরিস্থিতি, সেখানে উত্তরবঙ্গে (North Bengal Weather) এখনও বজায় রয়েছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গোটা সপ্তাহজুড়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri) এবং আলিপুরদুয়ার (Alipurduar)-এ বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। তবে, তুষারপাত (Snowfall) হওয়ার সম্ভাবনা নেই। বর্তমানে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) উত্তর ও পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় প্রবেশ করেছে, যার প্রভাব কিছুটা রাজ্যের আবহাওয়ার (Weather Forecast Bengal) ওপরও পড়েছে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণবঙ্গে শুধুমাত্র তাপমাত্রা বাড়বে।দোল উৎসবের (Dol Purnima) আগে রাত ও ভোরের দিকে সামান্য ঠান্ডা অনুভূত হলেও, দিনের বেলা গরমের দাপট থাকবে। তাই দক্ষিণবঙ্গবাসীকে (South Bengal People) গ্রীষ্মের (Summer) জন্য প্রস্তুত থাকতে হবে। তবে উত্তরবঙ্গবাসীদের জন্য সপ্তাহজুড়ে বৃষ্টির ছোঁয়া কিছুটা হলেও স্বস্তি দেবে।