Nita Ambani: নীতা অম্বানীর প্রতিদিনের খরচ শুনলে চমকে যাবেন!

পেজ 3

নিউজ পোল ব্যুরো: ভারতের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ অম্বানীর স্ত্রী নীতা অম্বানী (Nita Ambani)। কিন্তু আজকের এই বিপুল বিত্তের ছোঁয়া পাওয়া তার জীবনের শুরুর গল্পটা একদমই আলাদা। গুজরাটের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া নীতা, যার বিয়ের আগে নাম ছিল নীতা দালাল (Nita Dalal), একসময় সাধারণ জীবনযাপন করতেন। ১৯৮৫ সালে, মাত্র ২২ বছর বয়সে তার বিয়ে হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) কর্ণধার মুকেশ অম্বানীর (Mukesh Ambani) সঙ্গে, এবং তারপর থেকেই বদলে যায় তাঁর জীবন। আজ তিনি ভারতের সবচেয়ে অভিজাত এবং বিলাসবহুল জীবনযাপনের অন্যতম উদাহরণ। নীতা অম্বানীর সকাল শুরু হয় চা দিয়ে, তবে তিনি সাধারণ কোনো কাপে চা খান না। যে কাপ তিনি ব্যবহার করেন, সেটি তৈরি ২২ ক্যারেট সোনা (22-carat gold) এবং প্ল্যাটিনামের (Platinum) মিশ্রণে। এই কাপের দাম ভারতীয় মুদ্রায় ৩-৪ লাখ টাকা! শুধু কাপই নয়, তার সম্পূর্ণ ক্রকারি সেট (Crockery Set) আসে জাপানের (Japan) এক বিখ্যাত এবং প্রাচীন দোকান থেকে, যার মূল্য প্রায় ২ কোটি টাকা।

আরও পড়ুন:- Saif-Kareena Separation: সইফ-করিনার দাম্পত্যে ভাঙনের সুর

নীতা অম্বানী যে জল‌ পান করেন তাও কিন্তু সাধারণ নয়। তিনি যে জল পান করেন, তার মূল্য ৬০ হাজার ডলার, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় ৫০ লাখ টাকা! এই বিশেষ জল তৈরি হয় এক অভিনব পদ্ধতিতে, যেখানে থাকে সোনার সূক্ষ্ম ছাই (Gold-infused water), যা শরীরের জন্য নাকি বিশেষ উপকারী। নীতা অম্বানীর বিলাসবহুল জীবনযাপনের অন্যতম বৈশিষ্ট্য হল তার ব্যাগ এবং জুতোর প্রতি অনুরাগ। তাঁর বেশিরভাগ হ্যান্ডব্যাগ (Luxury Handbags) তৈরি হয় কুমীরের চামড়া দিয়ে, এবং প্রতিটির মূল্য কয়েক লক্ষ টাকা। তিনি যে সমস্ত জুতো (Luxury Shoes) পরেন, সেগুলোর দামও লক্ষাধিক টাকা। তবে চমকপ্রদ ব্যাপার হল, তিনি (Nita Ambani) তার কোনো জুতো দু’বারের বেশি পরেন না! নীতা অম্বানীর পোশাকের ক্ষেত্রেও রয়েছে চূড়ান্ত বিলাসিতার ছোঁয়া। তিনি যে শাড়ি পরেন, সেগুলোর মূল্য কোটি টাকার বেশি! কারণ এই শাড়িগুলিতে ব্যবহার করা হয় দুষ্প্রাপ্য হীরে (Diamonds), মণি-মুক্তো (Pearls & Gemstones) এবং মূল্যবান ধাতু। শুধু তাই নয়, তার অলঙ্কার সংগ্রহও তাক লাগানোর মতো। তার সংগ্রহে রয়েছে বিশ্বখ্যাত পান্না (Emerald) খচিত নেকলেস, যার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা!

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

নীতা অম্বানী তার প্রতিটি সাজে বিশেষ ভাবে যত্ন নেন। তার লিপস্টিক (Luxury Lipstick) সংগ্রহও বিরল এবং ব্যয়বহুল। প্রতিটি লিপস্টিক বিশেষভাবে ডিজাইন করা হয় যাতে তা তার পোশাকের সঙ্গে মানানসই হয়। নীতা অম্বানীর জীবনযাত্রা দেখে অনেকের কাছেই মনে হতে পারে যেন কোনো রাজপরিবারের রানির মতো তিনি জীবনযাপন করেন। কিন্তু এটাই তার বাস্তব জীবন। বিলাসিতা (Luxury Lifestyle) যেন তার প্রতিটি মুহূর্তের অংশ হয়ে রয়ে গিয়েছে। তার (Nita Ambani) দৈনন্দিন জীবনের এমন চমকপ্রদ দিকগুলি সত্যিই অবাক করে সবাইকে। এই ধরনের বিলাসবহুল জীবনযাপন কেবলমাত্র বিশ্বের অল্প কয়েকজনের পক্ষেই সম্ভব, আর নীতা অম্বানী সেই তালিকার অন্যতম শীর্ষস্থানীয়।