AC Local Train: গরমে আর কষ্ট নয়! শিয়ালদা রুটে চালু এসি লোকাল ট্রেন

breakingnews কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: নিত্যযাত্রীরা গরমের কারণে লোকাল ট্রেনে (Local Train) যাতায়াতের কষ্ট সম্পর্কে ভালোভাবেই জানেন। ভিড়ের মধ্যে অনেক সময় অসুস্থ হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এই সমস্যার সমাধান করতে বহুদিন ধরেই রেল কর্তৃপক্ষ এসি লোকাল ট্রেন (AC Local Train) চালানোর পরিকল্পনা করছিল, যা অবশেষে বাস্তবায়িত হতে চলেছে। শিয়ালদা রুটে (Sealdah Route) শীঘ্রই চালু হতে যাচ্ছে এসি লোকাল ট্রেন (AC Local Train), যা পূর্ব ভারতে প্রথম এবং দেশের দ্বিতীয় এসি লোকাল ট্রেন হবে।

কবে থেকে এই এসি লোকাল ট্রেন চালু হবে?

বর্তমানে পাওয়া তথ্য অনুযায়ী, শিয়ালদা রুটে (Sealdah Route) আগামী কিছু মাসের মধ্যে এসি লোকাল ট্রেন চালু হবে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ট্রেনটির নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গেছে এবং চলতি সপ্তাহেই এই ট্রেনটি বাংলায় পৌঁছাবে। ১২ কোচ বিশিষ্ট এই ট্রেন শিয়ালদা লাইনে চলাচল করবে।

আরও পড়ুন:Google Search: গুগল সার্চেই কেঁপে উঠবে স্ক্রীন!

ভাড়া কত হবে?

এসি ট্রেন (AC Local Train) তৈরি এবং তার রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি, এবং সেই কারণেই এসি লোকাল ট্রেনের ভাড়া (Local Train Fare) স্বাভাবিক ট্রেনের চেয়ে অনেক বেশি হবে।

প্রাথমিকভাবে জানা গেছে, এই ভাড়া ৭ থেকে ১০ গুণ বেশি হতে পারে। অর্থাৎ, যদি কোনও রুটের টিকিট ১০ টাকায় পাওয়া যায়, তবে এসি লোকালের টিকিটের দাম প্রায় ৭০ টাকা হতে পারে। তবে, মুম্বইয়ের উদাহরণ থেকে দেখা গেছে, যাত্রীরা প্রাথমিকভাবে বেশি ভাড়া দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহী হলেও, পরে ভাড়া কমানোর ফলে যাত্রীসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

ট্রেনটি কেমন হবে এবং কখন আসবে?

এসি ট্রেনের সময়সূচি (Train schedule) নির্দিষ্ট করা থাকবে, এবং যাত্রীরা সেই সময় অনুযায়ী ট্রেনে উঠতে পারবেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সময়সূচিতে কোনও পরিবর্তন করা হবে না, অর্থাৎ যেসব ট্রেনের সময় রয়েছে, সেগুলি বদলানো হবে না। ট্রেনটির ডিজাইন হবে অনেকটা মেট্রো বা দূরপাল্লার ট্রেনের মতো, যেখানে আলাদা আলাদা কোচ থাকবে না। কোচগুলো একটি ভেস্টিবিউলের মাধ্যমে সংযুক্ত থাকবে, যাতে এসির ঠান্ডা বাইরে না বেরোয়। এছাড়া, এসি ট্রেনের দরজাগুলি স্বয়ংক্রিয় স্লাইডিং ডোরের মতো হবে, যা মেট্রোর মতো কার্যকরভাবে কাজ করবে।

আরও পড়ুন:Nita Ambani: নীতা অম্বানীর প্রতিদিনের খরচ শুনলে চমকে যাবেন!