Ladki Bahin Yojana: মহারাষ্ট্রে মহিলা ভাতা প্রকল্পে সমালোচনার ঝড়

দেশ

নিউজ পোল ব্যুরো: মহারাষ্ট্র সরকার ‘লাড়কী বহীণ’ প্রকল্পে (Ladki Bahin Yojana) বরাদ্দ কমিয়েছে। সোমবার, দেবেন্দ্র ফড়নবীসের (Devendra Farnabish) নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার রাজ্য বাজেট ঘোষণা করে। অনেকেই আশা করেছিলেন যে, নতুন অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের জন্য বরাদ্দ বাড়ানো হবে, কিন্তু কোনো এমন ঘোষণা হয়নি। গত অর্থবর্ষে একনাথ শিন্দের (Eknath Shinde) নেতৃত্বাধীন সরকার এই প্রকল্পের জন্য ৪৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল। এবার সেই বরাদ্দ কমিয়ে ৩৬ হাজার কোটি টাকা করা হয়েছে। বাজেট বক্তৃতায় মহারাষ্ট্রের অর্থমন্ত্রী অজিত পওয়ার জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে ‘লাড়কী বহীণ’ প্রকল্পে (Ladki Bahin Yojana) এই পরিমাণ টাকা বরাদ্দ করা হবে।

আরও পড়ুন:AC Local Train: গরমে আর কষ্ট নয়! শিয়ালদা রুটে চালু এসি লোকাল ট্রেন

পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভান্ডার’ (Laxmi Vandar) প্রকল্পের মতো বেশ কিছু রাজ্যে মহিলাদের জন্য অনুরূপ ভাতা প্রকল্প চালু হয়েছে। মহারাষ্ট্রে (Maharashtra), গত বছর বিধানসভা নির্বাচনের আগে শিন্দের নেতৃত্বাধীন সরকার এই প্রকল্পটি চালু করে, যার আওতায় ২৫-৬৫ বছর বয়সি মহিলাদের মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হয়। তবে, একে উপভোগ করার জন্য মহারাষ্ট্রের (Maharashtra) বাসিন্দা হওয়া জরুরি। বিয়ে করে অন্য রাজ্যে চলে গেলে তারা আর এই সুবিধা পাবেন না।

শিন্দে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জয়ী হলে ভাতার পরিমাণ ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করা হবে। নির্বাচনের পর ‘লাড়কী বহীণ’ প্রকল্প বিজেপি-জোটের মহাজুটিকে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও এখনো ভাতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়নি।

আরও পড়ুন:Visva-Bharati University : বিশ্বভারতীর বসন্ত উৎসব, রঙের খেলা ও রবীন্দ্রনাথের সুর

এদিকে, রাজ্য বাজেটে ‘লাড়কী বহীণ’ প্রকল্পের (Ladki Bahin Yojana) জন্য বরাদ্দ কমানোর ঘটনায় শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে শাসকশিবিরকে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘লাড়কী বহীণ’ প্রকল্পে প্রতিশ্রুত টাকা এখনও বাড়ানো হয়নি, যা তিনি মহাজুটির নির্বাচনী কৌশল হিসেবে মনে করছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়নবীস জানান, বাজেটে ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে ভাতার পরিমাণ বাড়ানো হবে। উপমুখ্যমন্ত্রী শিন্দেও জানিয়েছেন যে, ২,১০০ টাকার ভাতা দেওয়ার প্রক্রিয়া এখনও চলছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/