নিউজ পোল ব্যুরো নয়াদিল্লি: এবার বদল আসছে প্যান কার্ডে! এখন থেকে প্যান কার্ডে কিউআর কোড যুক্ত হবে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যান কার্ডে কিউআর কোড ছাড়া আর কী কী সুবিধা থাকবে তা নিয়ে একটি বিবৃতিও দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্যান ২.০। প্যান ২.০ প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ১৪৩৪ কোটি টাকা।
তবে কী কী সুবিধা পাওয়া যাবে এই নতুন প্রকল্পে? বিবৃতির মাধ্যমে তা বিশদে জানিয়েছে কেন্দ্র। বলা হয়েছে, প্যান কার্ডে কিউআর কোড থাকলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ ও স্বচ্ছ হয়ে উঠবে। পাশাপাশি, উন্নত মানের এবং দ্রুত পরিষেবাও পাওয়া সম্ভব হবে। এমনকি ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টও সুরক্ষিত থাকবে। শুধু তাই নয়, আর্থিক জালিয়াতির ভয় কিছুটা হলেও কমবে। যার ফলে সার্বিক ভাবে কেন্দ্রের দাবি, এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি উন্নত হবে।