Brij Bhushan Sharan Singh: মেঘনাদ হয়েই ফেডারেশনে থেকে গেলেন ব্রিজভূষণ

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation of India) উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক (Ministry of Youth Affairs and Sports) ফের একবার সংস্থার নিয়ন্ত্রণভার তুলে দেওয়া হল ব্রিজভূষণ (Brij Bhushan Sharan Singh) গোষ্ঠীর হাতেই। প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে‌ মহিলা কুস্তিগীরদের (Female Wrestler) যৌন হয়রানির (Sexual Assault) অভিযোগ ছিল। মঙ্গলবার তাঁর ঘনিষ্ঠ সঞ্জয় সিংকেই (Sanjay Singh) সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Kolkata Knight Riders: আইপিএল মোডে দেশ, কবে আসছেন নাইটরা?

প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ (Brij Bhushan Sharan Singh) কুস্তি সংস্থার সভাপতি থাকার সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে যৌন নির্যাতনের। সাক্ষী মালিক, বিনেশ ফোগটের মত তারকা কুস্তিবিদরা সোচ্চার হয়েছিলেন তাঁর বিরুদ্ধে। গলা মিলিয়েছিলেন বজরং পুনিয়ারাও। এরপর তাঁকে সরিয়ে পদে নিয়ে আসা হয় সঞ্জয়কে। যদিও ব্রিজভূষণের ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। কুস্তিবিদরা আপত্তি জানালেও তা গুরুত্ব দেওয়া হয়নি। পরবর্তীতে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ফেডারেশনকে নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার।

এদিন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে, “স্পোর্টস ভেরিফিকেশন কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে এবং ভারতীয় ক্রীড়াবিদদের কথা ভেবে কুস্তি সংস্থার সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে।“ তবে নির্বাচিত সদস্যরা ছাড়া বাইরের কোন ব্যক্তি সংস্থার সঙ্গে কোনভাবে যুক্ত থাকতে পারবেন না এমনটাই বলা হয়েছে নির্দেশিকায়। অনুশাসন মেনে চলতে হবে ডব্লিউ‌এফ‌আই -কে। আগামী ৪ সপ্তাহের মধ্যে এইসব বিষয়ে মুচলেকা দিতে হবে ফেডারেশনকে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

কুস্তি সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ব্রিজভূষণ সিং (Brij Bhushan Sharan Singh) জানিয়েছেন, “ছাব্বিশ মাস ধরে চলা লড়াই শেষ হল আজ। কেন্দ্রীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রককে ধন্যবাদ। এই ঘটনার জন্য অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন কুস্তিবিদরা। সবথেকে বেশি ক্ষতি হয়েছে যুব কুস্তিবিদদের। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হয়নি।“ ক্রীড়া মন্ত্রক যত‌ই বলুক নির্বাচিত সদস্যরা ছাড়া কুস্তি সংস্থার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পারবে না বাইরের কেউ। কিন্তু সঞ্জয় সিংয়ের হাতে ক্ষমতা তুলে দেওয়ার অর্থ মানে প্রকারান্তরে সেই ছড়ি ঘোরাবেন ব্রিজভূষণ‌ই এমনটাই মনে করছেন দেশের ক্রীড়া মহল।