নিউজ পোল ব্যুরো: মালদার ইংরেজবাজার থানার যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Malda News)। অভিযুক্ত ব্যক্তি এলাকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্য অর্চনা মন্ডলের ছেলে অচিন মন্ডল। অচিন সরকারি ১০০ দিনের কাজের (MGNREGA) সুপারভাইজার হিসেবেও কর্মরত। অভিযোগ, আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পের আওতায় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে সে এক নিরীহ পরিবারকে প্রতারণার ফাঁদে ফেলে এবং এক নাবালিকার ওপর যৌন নির্যাতনের (sexual harassment) চেষ্টা চালায়। সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আবাস যোজনা প্রকল্পে ঘর বিতরণ শুরু হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে অচিন মন্ডল ওই পরিবারের বাড়িতে ঢোকে এবং তাদের একটি বাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর সে সুযোগ বুঝে এক নাবালিকাকে ধর্ষণের (attempted rape) চেষ্টা করে। তবে মেয়েটি চিৎকার শুরু করলে গ্রামবাসীরা ছুটে আসে, আর পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত অচিন পালিয়ে যায়।
আরও পড়ুন:- Medical College: মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগ, গ্রেফতার ১
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্ত এখনও পলাতক (absconding)।এদিকে, তৃণমূল (TMC) নেতৃত্ব দাবি করেছে, দল কখনোই এই ধরনের অপরাধীদের প্রশ্রয় দেয় না এবং দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, বিজেপি (BJP) এই ঘটনার (Malda News) তীব্র সমালোচনা করে বলেছে, তৃণমূলের শাসনকালে দুর্নীতি (corruption) এবং মহিলাদের সুরক্ষা (women safety) নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সন্ধানে অভিযান চালানো হচ্ছে এবং খুব শীঘ্রই তাকে আইনের আওতায় আনা হবে। নাবালিকার পরিবার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এই ঘটনায় (Malda News) আবারও প্রমাণ হল, কিভাবে ক্ষমতার অপব্যবহার (misuse of power) করে কিছু অসাধু ব্যক্তি সাধারণ মানুষকে প্রতারিত করছে। তবে এখন দেখার, প্রশাসন এবং রাজনৈতিক মহল কতটা নিরপেক্ষভাবে এই ঘটনার বিচার করতে সক্ষম হয়।