ED summons: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেকে ইডির তলব

দেশ

নিউজ পোল ব্যুরো: সোমবার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাদ যাননি তাঁর ছেলে চৈতন্য বাঘেলও। বাবা-ছেলের বাড়িতে হানা দেয় ইডির অফিসাররা। মদ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার ইস্যু নিয়েই এই তদন্ত চালানো হয় বলেই সূত্রে খবর মিলেছিল। সেই ঘটনার পর এবার মদ কেলেঙ্কারিতে অর্থ পাচারের অভিযোগে চলমান তদন্তের জন্য ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে ১৫ মার্চ তলব করেছে ইডি(ED summons)।

সোমবার সকালে ইডি ভূপেশ বাঘেলের ভিলাই (Bhilai) শহরের বাড়ি এবং ছেলে চৈতন্য বাঘেলের (Chaitanya Baghel) সঙ্গে সম্পর্কিত একাধিক স্থানে অভিযান চালিয়েছে। তারপরেই মঙ্গলবার জুনিয়র বাঘেলকে ফেডারেল এজেন্সির রায়পুর অফিসে তলব করা হয়েছে। ইডি ভূপেশ বাঘেল এবং তাঁর ছেলের অফিস সহ দুর্গ জেলার ১৪টি স্থানে অভিযান চালানোর একদিন পর এই ঘটনা সামনে এসেছে। আট ঘন্টা ধরে চলা এই অভিযানে, সিআরপিএফের একটি দল সহ ফেডারেল এজেন্সি কিছু ইলেকট্রনিক গ্যাজেট, নথি এবং প্রায় ৩০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল। চৈতন্য ছাড়াও তাঁর ঘনিষ্ঠ সহযোগী লক্ষ্মী নারায়ণ বনসাল ওরফে পাপ্পু বনসাল এবং অন্যান্যদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, জুনিয়র বাঘেলকে আবগারি কেলেঙ্কারির অর্থের “প্রাপক” বলে সন্দেহ করা হচ্ছে, যার মোট আয় প্রায় ২,১৬১ কোটি টাকা, যা একাধিক পরিকল্পনার মাধ্যমে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ Fake Voter: ভূতুড়ে ভোটার ইস্যুতে মুখ‍্য নির্বাচন কমিশনে TMC-BJP

তবে এই তল্লাশি নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা। ভূপেশ বাঘেল তাঁর বাসভবনে ইডির অভিযানকে ও ছেলেকে তলব (ED summons) প্রসঙ্গে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রের “রাজনৈতিক প্রতিহিংসা” বলে অভিহিত করেছেন, যার লক্ষ্য বিরোধীদের হয়রানি করা। তিনি দাবি করেছেন যে সোমবার সকাল ৭.৩০ মিনিটে যখন তিনি চা পান করছিলেন তখন ফেডারেল এজেন্সির কর্মকর্তারা তাঁর বাসভবনে এসেছিলেন। বাঘেল আরও অভিযোগ করেছেন যে যখন তিনি এফআইআর নম্বর চেয়েছিলেন তখন তাকে ECIR নম্বর যা একটি FIR নম্বরের মতো তা দেওয়া হয়নি।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/