Air pollution: বিশ্ব স্বাস্থ্য বিপর্যয়ের সামনে ভারত!

কলকাতা দেশ শহর

নিউজ পোল ব্যুরো: বিশ্বব্যাপী বায়ু দূষণের (Air pollution) একটি ভয়াবহ চিত্র সামনে এসেছে, যেখানে ভারতের (India) অবস্থান অত্যন্ত উদ্বেগজনক। সুইডেনের ‘আইকিউ এয়ার’ (IQ Air) নামক সংস্থার ২০২৪ সালের বাতাসের গুণমান সম্পর্কিত রিপোর্টে জানা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম ২০টির মধ্যে ১১টি শহরই ভারতের।

আরও পড়ুন: Panihati Municipality: পুরপ্রধানকে পদ ছাড়ার নির্দেশ ফিরহাদের

এই রিপোর্ট অনুযায়ী, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিরনিহাট (Birnihat) শহর শীর্ষে অবস্থান করছে, যেখানে বাতাসের গুণমান সূচক (এএকিউআই) ১২৮.২। এটি একটুর জন্য দিল্লির মত শহরকে পিছনে ফেলে শীর্ষস্থানে চলে এসেছে। ভারতের অন্য ১০টি শহরের মধ্যে রয়েছে দিল্লি, মুল্লানপুর, ফরিদাবাদ, লোনি, নয়াদিল্লি, গুরুগ্রাম, গঙ্গানগর, গ্রেটার নয়ডা, ভিওয়াদি এবং মুজফ্ফরনগর। এছাড়া কলকাতার (Kolkata) অবস্থান ১৮৩ নম্বরে, যেখানে বার্ষিক গড় এএকিউআই ৪৫.৬।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর বায়ু দূষণ (Air pollution) সম্পর্কিত নির্দেশিকা অনুযায়ী, ভারতে বাতাসের গুণমান অস্বাভাবিকভাবে খারাপ, যেখানে পিএম ২.৫ কণার গড় ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫০.৬ মাইক্রোগ্রাম, যা নিরাপদ সীমার অনেক উপরে। বিশেষ করে দিল্লি, যেখানে পিএম ২.৫ কণার গড় ঘনত্ব ৯১.৬ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার। রিপোর্টে আরও বলা হয়েছে যে, ভারতে প্রায় ৩৫ শতাংশ শহরের পিএম ২.৫ কণার গড় ঘনত্ব হু-র নিরাপদ সীমার থেকে ১০ গুণ বেশি।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

পিএম ২.৫ কণাগুলি এতটাই ক্ষুদ্র যে এগুলি ফুসফুসে (Lungs) প্রবেশ করে এবং রক্ত সঞ্চালন ব্যবস্থা পর্যন্ত পৌঁছাতে পারে, যার ফলে শ্বাসকষ্ট, হৃদরোগ এবং ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। এসব কণার প্রধান উৎস হচ্ছে যানবাহন, শিল্পকারখানা, নির্মাণ কাজ এবং কাঠ বা ফসল পোড়ানোর ধোঁয়া।

যদিও ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ভারতে দূষণ (Air pollution) সৃষ্টিকারী কণার পরিমাণ ৭ শতাংশ কমেছে, তবুও পরিস্থিতি তেমন উন্নত হয়নি। ভারতের বাতাসের গুণমান এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে, বিশেষ করে উত্তর ভারতের শহরগুলিতে।

আরও পড়ুন: Siliguri News: রেল লাইনে অজ্ঞাত বৃদ্ধের দেহ