নদীতে মহিষ পাচার করতে গিয়ে তলিয়ে যুবকের মৃত্যু

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো, মুর্শিদাবাদ: সোমবার রাতের অন্ধকারে অবৈধ ভাবে মহিষ পাচার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। গভীর রাতে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল এই মহিষ পাচারের কারবার। আর সেই মহিষ পাচার করতে গিয়েই জলে ডুবে মৃত্যু হল ওয়াজেদ আলি হালসানা নামে ওই যুবকের। তাঁর বাড়ি ডোমকল থানার কুপিলা দাসপাড়া এলাকায়।

এলাকায় দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছে এই গরু, মহিষ পাচারের ব্যবসা। এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। তবে পুলিশের চোখের আড়ালে কীভাবে চলছে এই অবৈধ গরু মহিষ পাচারের ব্যবসা? তা নিয়েও উঠছে প্রশ্ন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই মহিষের ব্যবসা করেন ওই এলাকার বাসিন্দা লাল্টু ও কালটু নামে দুই ভাই। অর্থের বিনিময়ে তাঁদের মহিষ কুপিলা ঘাট পার করাতেন ওয়াজেদ আলি হালসানা। সোমবার রাতেও দুই ভাইয়ের ডাকে  অবৈধ ভাবে সেই মহিষ পার করতে গিয়েছিলেন ওয়াজেদ। আর তার কিছুক্ষণ পরেই ওয়াজেদকে ঘাটের পাড়ে তুলে নিয়ে আসে ওই লালটু ও কালটুরা। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় ওই এলাকায়।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে তাঁর দেহটি পুলিশ নিয়ে যায় ডোমকল থানায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে মহিষ পারাপার করার সময় জলে ডুবে মৃত্যু? না খুন করা হয়েছে? পরিবারের এই অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।