নিউজ পোল ব্যুরো: বিয়ের মরসুম শুরু হতেই চারদিকে আমন্ত্রণের ঢল নেমেছে। কেউ ব্যক্তিগতভাবে বাড়ি এসে নিমন্ত্রণ জানাচ্ছেন, কেউ আবার পাঠিয়ে দিচ্ছেন ডিজিটাল আমন্ত্রণপত্র। তবে এই ডিজিটাল আমন্ত্রণই এখন হয়ে উঠেছে সাইবার অপরাধীদের (cyber criminals) নতুন অস্ত্র! সাম্প্রতিক সময়ে ‘ওয়েডিং ইনভিটেশন স্ক্যাম’ (Wedding Invitation Scam) নামে একটি নতুন প্রতারণার কৌশল সামনে এসেছে, যা মানুষের ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তার জন্য বড় বিপদ ডেকে আনছে। হিমাচল প্রদেশ পুলিশের (Himachal Pradesh Police) সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতারকেরা বিয়ের নিমন্ত্রণপত্রের (wedding invitation Scam) ছদ্মবেশে একটি এপিকে ফাইল (APK file) পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp), ই-মেইল (email) বা এসএমএস (SMS)-এর মাধ্যমে। যেহেতু মানুষ সাধারণত পরিচিতদের আমন্ত্রণপত্র বিশ্বাস করে, তাই অনেকেই সন্দেহ না করেই ফাইলটি ডাউনলোড করে নিচ্ছেন। কিন্তু এই ছোট ভুলই ডেকে আনছে ভয়ংকর বিপদ।
আরও পড়ুন:- Google Search: গুগল সার্চেই কেঁপে উঠবে স্ক্রীন!
এপিকে ফাইলটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই একটি ক্ষতিকর ম্যালওয়্যার (malware) ব্যবহারকারীর ফোনে গোপনে ইনস্টল হয়ে যায়। এতে ফোনের নিয়ন্ত্রণ ধীরে ধীরে হ্যাকারদের (hackers) হাতে চলে যায়। ফলে ব্যবহারকারীর ফোনে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য (personal data), ব্যাংকের তথ্য (banking details), ওটিপি (OTP), পাসওয়ার্ড (password) এবং অন্যান্য গোপনীয় তথ্য হ্যাকারদের হাতে চলে আসে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে হ্যাকাররা ফোনের ক্যামেরা ও মাইক্রোফোনও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, যা ব্যবহারকারীর গোপনীয়তা চরমভাবে লঙ্ঘন করে।এই ধরনের সাইবার অপরাধীরা শুধু তথ্য (Wedding Invitation Scam) চুরিতেই থেমে থাকে না, বরং তারা ভিকটিমকে ব্ল্যাকমেইল (blackmail) করেও অর্থ আদায়ের চেষ্টা করে। কিছু ক্ষেত্রে, তারা হ্যাক করা ফোন থেকে ভিকটিমের পরিচিতদের কাছে বিভিন্ন মেসেজ পাঠিয়ে প্রতারণার চেষ্টা চালায়। অনেক সময় ফোনে থাকা ইউপিআই (UPI), গুগল পে (Google Pay), ফোন পে (PhonePe) বা পেটিএম (Paytm)-এর মতো ডিজিটাল পেমেন্ট অ্যাপ থেকে সরাসরি টাকা হাতিয়ে নেয়।
আরও পড়ুন:- Aurora: মেরুজ্যোতির অপার সৌন্দর্য্য!
সাইবার বিশেষজ্ঞদের (cyber experts) মতে, এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে কিঊ সতর্কতা মেনে চলা উচিত—
১) অপরিচিত নম্বর থেকে আসা এপিকে ফাইল কখনোই ডাউনলোড করবেন না।
২) বিয়ের আমন্ত্রণপত্র বা অন্য কোনও লিংক ক্লিক করার আগে যাচাই করুন এটি বিশ্বাসযোগ্য কিনা।
৩) স্মার্টফোনে অজানা উৎস (unknown sources) থেকে অ্যাপ ইনস্টলের অনুমতি বন্ধ রাখুন।
৪) সুরক্ষিত অ্যান্টিভাইরাস (antivirus) এবং অ্যান্টি-ম্যালওয়্যার (anti-malware) সফটওয়্যার ব্যবহার করুন।
৫) ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য বা ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকুন।
৬) যদি কোনও সন্দেহজনক লিংক বা ফাইল পান, তবে সেটি সাইবার ক্রাইম বিভাগে (cyber crime cell) রিপোর্ট করুন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
প্রযুক্তির যুগে ডিজিটাল আমন্ত্রণ আমাদের জীবনে স্বাচ্ছন্দ্য এনেছে, তবে তার সঙ্গে এসেছে প্রতারণার নতুন নতুন পদ্ধতি। তাই সচেতন থাকা অত্যন্ত জরুরি। সামান্য অসতর্কতা আপনার ব্যক্তিগত তথ্য এবং অর্থের ক্ষতি ডেকে আনতে পারে। তাই যেকোনো ধরনের ডিজিটাল আমন্ত্রণ গ্রহণের আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করা আবশ্যক। নিরাপত্তা বজায় রেখে, প্রযুক্তির সুবিধা উপভোগ করুন এবং প্রতারণার ফাঁদ এড়িয়ে চলুন!