HS Exam: জুতোর মধ্যে মোবাইল ফোন? শেষ রক্ষা হল না ছাত্রীর

কলকাতা রাজ্য শহর শিক্ষা

নিউজ পোল ব্যুরো: নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে পরীক্ষাকেন্দ্রে (Exam Hall) মোবাইল ফোন (Mobile)! কলকাতার এক উচ্চ মাধ্যমিক (HS Exam) পরীক্ষার্থীর অভিনব কায়দায় পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ঘটনা সম্প্রতি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

পরীক্ষার্থীর জুতোর মধ্যে মোবাইল (Mobile) ফোন লুকিয়ে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার ঘটনা সকলকে অবাক করেছে। ঘটনাটি ঘটেছে, কলকাতার (Kolkata) বিনোদিনী গার্লস স্কুলে, যেখানে প্রতি দিনের মতো মেটাল ডিটেক্টর (Metal Detector) দিয়ে ছাত্র-ছাত্রীদের দেহ তল্লাশি করা হচ্ছিল। মঙ্গলবার রসায়ন এবং অন্যান্য বিষয়ের পরীক্ষা ছিল। রসায়ন পরীক্ষার জন্য আসা এক ছাত্রী তার জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে।

আরও পড়ুন:Pakistan Train Hijack: পণবন্দিরা সকলেই সরকারি কর্মী, ট্রেন উদ্ধারে রাতভর গুলির লড়াই

স্কুল কর্তৃপক্ষ প্রথমে কিছু বুঝে উঠতে পারছিল না। প্রধানশিক্ষিকা সুস্মিতা বসাক বলেন, ‘আমরা একেবারে হতবাক! মেটাল ডিটেক্টর (Metal detector) দিয়ে পরীক্ষা করার পরও কিছু ধরা পড়েনি। পরে জানতে পারি, সে জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেছে। বিষয়টি আমরা পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলকে জানিয়ে দিয়েছি।’

পরীক্ষার (HS Exam) শুরু থেকেই ওই ছাত্রীর আচরণ কিছুটা সন্দেহজনক (Suspicious) ছিল বলে মনে হচ্ছিল পরীক্ষকদের। এক ঘণ্টা পর সে বাথরুমে যায় এবং অন্যদের তুলনায় কিছুটা দেরি করে ফিরে আসে, যা পরবর্তীতে সন্দেহের জন্ম দেয়। এরপরই পরীক্ষার নিরাপত্তার দায়িত্বে থাকা শিক্ষকেরা আরও বেশি করে তার ওপর নজর রাখতে থাকেন। অবশেষে, মোবাইল ফোনসহ তাকে ধরা পড়ে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এই ঘটনার পর উচ্চ মাধ্যমিক (HS Exam) শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক (Unfortunate)। যেভাবে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছে, তা অগ্রহণযোগ্য। এই ছাত্রীর পরীক্ষাটি বাতিল হবে।’ পরীক্ষায় রাজ্যব্যাপী কোনো বড় ধরনের বিপত্তি ঘটেনি, কিন্তু এই একমাত্র ঘটনাটিই নজরে এসেছে, যার কারণে ওই ছাত্রীর পরীক্ষা বাতিল হয়ে গেছে। পাঠভবনের প্রধান শিক্ষিকা এই ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে, এতবার নিয়মাবলী শেখানোর পরেও এ ধরনের ঘটনা ঘটেছে।’

আরও পড়ুন:Wedding Invitation Scam: ডিজিটাল আমন্ত্রণপত্রে সাইবার ফাঁদ!