Gautam Gambhir: এবার লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নজিরবিহীন সিদ্ধান্ত গম্ভীরের

breakingnews ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: রবিবার নিউজিল্যান্ডকে (New Zealand) হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জিতেছেন ভারত (India)। আগামী তিন মাস জাতীয় দলের (Team India) কোন সিরিজ নেই এখন। কারণ এই সময় রয়েছে আইপিএল (IPL 2025)। যা আগামী ২২ মার্চ থেকে শুরু হবে। আইপিএলের পর জুনের ২০ তারিখ থেকে শুরু হবে পাঁচ টেস্টের ইংল্যান্ড সফর (India Tour Of England)। আর যার প্রস্তুতি আগে থেকেই শুরু করে দিতে চাইছেন গুরু গম্ভীর (Gautam Gambhir)। সূত্র মারফত খবর ভারতীয় ‘এ’ দলের সঙ্গে আগেভাগেই ইংল্যান্ড (India A Tour Of England) উড়ে যেতে পারেন তিনি।

আরও পড়ুন: Kolkata Knight Riders: আইপিএল মোডে দেশ, কবে আসছেন নাইটরা?

কিছুদিন আগেই জানা গিয়েছিল যে আইপিএল চলাকালীন সাদা বলের পাশাপাশি লাল বলেও অনুশীলন জারি রাখতে হবে ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের‌। আসন্ন ইংল্যান্ড সফরের কথা ভেবেই যে এহেন নির্দেশিকা এসেছিল তা আর বলার অপেক্ষা রাখে না। এবার স্বয়ং প্রধান কোচ (Gautam Gambhir) দলের আগেই পৌঁছে যাবেন ইংল্যান্ডে। খবর এমনটাই। যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন বললেও বাড়িয়ে বলা হবে না। ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেননি রোহিতরা। একটা সময় এই দৌড়ে দ্বিতীয় স্থানে থাকলেও গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে এবং অজি সফরে হেরে দৌড় থেকে ছিটকে যায় টিম ইন্ডিয়া। যে কারণে তাদের পাখির চোখ ২০২৫-২০২৭ -এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই একটা ট্রফি এখন‌ও আসেনি মেন ইন ব্লুজদের ক্যাবিনেটে। এছাড়াও ২০০৭ সালের পর থেকে ইংল্যান্ড সফর যা পতৌদি ট্রফি নামে পরিচিত তার জেতেনি ভারত। তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশাপাশি বিসিসিআইয়ের মূল লক্ষ্য ইংল্যান্ড সিরিজ।

সচরাচর দেখা যায় যে দল নির্বাচনের পর প্রধান দলের সঙ্গেই হেড কোচ বিদেশ সফরে যান। আর ‘এ’ দলের দায়িত্ব দেওয়া হয় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোন কোচকে। রাহুল দ্রাবিড় জমানায় যেরকম ভিভি‌এস লক্ষণ, সাইরাজ বাহুতুলে, সীতাংশু কোটাকরা যেতেন ‘এ’ দলের সঙ্গে। কিন্তু এই প্রথমবার সিনিয়র দলের কোচ যাবেন ‘এ’ দলের সঙ্গে। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, “অস্ট্রেলিয়া থেকে ফেরার পর‌ই গম্ভীর (Gautam Gambhir) বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসেন এবং রিজার্ভ বেঞ্চ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য ‘এ’ দলের সঙ্গে যা‌ওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন‌। রাহুল দ্রাবিড় চলে যাওয়ার পর থেকে সেভাবে ‘এ’ দলের সফর হয়নি। গম্ভীর যা পুনরায় শুরু করতে চাইছেন।“

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সীমিত ওভারের ক্রিকেট হোক বা লাল বল গম্ভীর (Gautam Gambhir) কোচ হ‌ওয়ার পর থেকে এমন অনেক সিদ্ধান্ত নিয়েছেন যা ভ্রু কুঁচকে দিয়েছে অনেকের। যেমন অক্ষর প্যাটেলকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে তুলে আনা, নিতীশ রানা, সংরক্ষিত রানা বা বরুন চক্রবর্তীদের দলে সুযোগ দেওয়া অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু দিনশেষে দেখা গিয়েছে তিনি ভুল ছিলেন না। তিনি বরাবরই প্রথাগত রাস্তায় চলেন না। টেস্ট দলেও তাই বেশকিছু পরীক্ষা নিরীক্ষা চলতে পারে তাঁর জমানায়। সম্প্রতি ভারতীয় টেস্ট দলের পারফরম্যান্স খুব একটা ভাল হয়নি একেবারেই। অধিনায়ক রোহিত শর্মা নিজেই সেভাবে ফর্মে নেই। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করেও জাতীয় দলে ব্রাত্য থেকে গেছেন অভিমন্যু ঈশ্বরন থেকে সাই সুদর্শন, করুন নায়াররা। পেস বোলিংয়েও জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামির ফিটনেস একটা বড় সমস্যা টিম ম্যানেজমেন্টের কাছে। এসবকিছু নিয়েই আলোচনা হয়েছে গম্ভীর, লক্ষণ এবং জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের মধ্যে। যারপরেই লাল বলের ক্রিকেটে ভারতের বিকল্প খেলোয়াড়রা কতটা তৈরি তা সরেজমিনে খতিয়ে দেখতেই গম্ভীরের এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে ‘এ’ দলের সঙ্গে তিনি গেলেও কোন ভূমিকায় যাবেন অর্থ্যাৎ কোচ হিসেবে দায়িত্ব নিয়ে না শুধুমাত্র পর্যবেক্ষক হিসেবে তা নিশ্চিত নয়।