নিজস্ব প্রতিনিধি,নিউটাউন : ফের শিক্ষাক্ষেত্রে আত্মঘাতী পড়ুয়া। নিউ টাউনের আলিয়া ইউনিভার্সিটি হস্টেলের বহুতলে আত্মঘাতী পড়ুয়া। জানা যায় আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া। বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর এলাকায়। সোমবার রাত ৯টা ৩০মিনিট নাগাদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ইউনিভার্সিটির ১৮ তলার ঘর থেকেই উদ্ধার করা হয় তাঁর দেহ। তবে সত্যি কী আত্মহত্যা নাকি এর পেছনে লুকিয়ে অন্য কারণ? জানতে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ।
সূত্র মারফত খবর, হোস্টেলের অন্যান্য পড়ুয়াদের সঙ্গে কথা বলতেই পুলিশ জানতে পারে দীর্ঘদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পারিবারিক সমস্যা ও মহিলা ঘটিত কোনও বিষয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাই মানসিক বিপর্যয় থেকেই আত্মহত্যার চেষ্টা এমনটা ধরে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে। তবে আত্মহত্যার পেছনে আর অন্য কোনও কারণ রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে।