নিজস্ব প্রতিনিধি,কলকাতা: সন্ধান চাই সবুজ সাপের! হন্নে হয়ে চলছে খোঁজ। তাও যে সে সাপ নয়! একেবারে নির্দিষ্ট রঙের অ্যানাকোন্ডা। সবুজ অ্যানাকোন্ডার খোঁজ চালাচ্ছে আন্তর্জাতিক সংগঠন। দেশে মিলছে না সন্ধান, তাই এবার বিদেশে খোঁজ শুরু করেছে রাজ্যের জু অথরিটি। কিন্তু কোথায় জানেন কী? কেনই বা প্রয়োজন সবুজ অ্যানাকোন্ডার?
সম্প্রতি জানা গিয়েছে সবুজ আনাকোন্ডার খোঁজ চালাচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। হলুদ অ্যানাকোন্ডার পর এবার নতুন রঙের প্রজাতি ভ্রমণকারীদের দেখাতে চাইছেন তারা।
জানা যায়, ২০১৯ সালে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে প্রথম অ্যানাকোন্ডা নিয়ে আসা হয় আলিপুর চিড়িয়াখানায়। যার সংখ্যা ছিল চারটি। বর্তমানে বংশবৃদ্ধির পর বেড়েছে তাদের সংখ্যা। কিন্তু সে ক্ষেত্রেও তা শুধু হলুদেই সীমাবদ্ধ। তাছাড়াও একটি হলুদ অ্যানাকোন্ডা আয়তনের তুলনায় সবুজ অ্যানাকোন্ডা প্রায় দ্বিগুণ আয়তনের। যার দৈর্ঘ্য প্রায় ৩০০ ফুট ও ওজন ২৫০ কেজি পর্যন্ত হতে পারে। তাই এবার নতুন কিছু ভ্রমণকারীদের দেখাতে এই দৈত্যাকার অ্যানাকোন্ডাকেই আনার সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আর সেজন্যই চলছে সবুজ অ্যানাকোন্ডার সন্ধান।
দক্ষিণ আমেরিকার জঙ্গল দাপিয়ে বেড়ানো পৃথিবীর সব থেকে বড় সাপ এটি। কিন্তু বর্তমানে আমদানির জন্য তার সন্ধান দিতে পারছে না কেউ। অবশেষে বাধ্য হয়েই ডাবলু. এ.জেডের দ্বারস্থ হয়েছে রাজ্য জু অথরিটি। সবুজ অ্যানাকোন্ডা জোগাড়ের দায়িত্ব এখন তাদের। সন্ধান পেলেই শুরু হবে যত দ্রুত সম্ভব আনার প্রক্রিয়া। এদিকে নতুন অতিথি আগমনের আগেই সেজে উঠছে আলিপুর চিড়িয়াখানার নতুন ঘর।