Jogesh Chandra College: মালা রায়কে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের, উঠল ‘বহিরাগত’ স্লোগান

কলকাতা রাজনীতি শিক্ষা

নিউজ পোল ব্যুরো: আরো একবার উত্তপ্ত যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ (Jogesh Chandra College)। এর আগে সরস্বতী পুজোর কেন্দ্র করে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল কলেজটিতে। সেসময় পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর এবার দোলের ঠিক প্রাক্কালে তৃণমূল সাংসদ মালা রায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন যোগেশচন্দ্র কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ Adhir Chowdhury: তোলাবাজিতে গ্রেফতার অধীরের ঘনিষ্ঠ সহকারী

শুধু বিক্ষোভ দেখানোই নয়। বুধবার তৃণমূলের সাংসদের সামনে চলে ‘বহিরাগত’ স্লোগানও। সূত্রের খবর, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে (Jogesh Chandra College) এদিন গভর্নিং বোর্ডের গভর্নিং বোর্ডের বৈঠক ছিল। যেখানে কলেজের পরিচালন সমিতির প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত হয়েছিলেন মালা রায়। ছাত্র ছাত্রীদের একাংশের অভিযোগ, এই বৈঠকে ছিলেন বহিরাগতরা। শুধু তাই নয়। অভিযোগকারীরা একেবারে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কলেজে কাদের অবাধ যাতায়াত।

এরপরই বিক্ষোভের মুখে পড়েন মালা রায়। তৃণমূল সাংসদের গাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন পড়ুয়াদের একাংশ। ‘বহিরাগত’ স্লোগান দেন তাঁরা। অভিযোগ, মালা রায়ের সঙ্গে বহিরাগতরাও কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকেছে।‌ যদিও এরপর পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা এসে সরিয়ে দেন বিক্ষোভকারীদের। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যান মালা রায়।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

তৃণমূল সাংসদ জানিয়েছেন, তিনি কলেজের পরিচালন সমিতির বৈঠকে গিয়েছিলেন প্রেসিডেন্ট হিসেবে। যদি বহিরাগত সত্যিই ঢুকে থাকে তাহলে সেটা কলেজ কর্তৃপক্ষ (Jogesh Chandra College) আর প্রশাসন দেখবে। এদিকে মালা রায়কে ঘিরে বিক্ষোভ দেখানোই শুধু নয়, এদিন আবির খেলা নিয়েও উত্তেজনা ছড়ায় যোগেশচন্দ্র কলেজে। জানা গিয়েছে, আইন কলেজ এবং ডে কলেজের পড়ুয়াদের মধ্যে ঝামেলা শুরু হয় আবির খেলা নিয়ে।