Siliguri Incident: শিলিগুড়িতে অবৈধ নির্মাণ বিরোধী অভিযান

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শিলিগুড়ি (Siliguri Incident) শহরে বেশ কিছুদিন ধরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। বর্তমান পুরবোর্ডের নতুন শক্তি ও উদ্যমে এই অবৈধ নির্মাণগুলি ভাঙার জন্য সোচ্চার হয়েছে। হাইকোর্টের (High Court ) নির্দেশে, শহরের অনেক স্থানে অবৈধ নির্মাণগুলো সরানো হয়েছে এবং সেগুলি বর্তমানে মাটির সঙ্গে মিশে গেছে। তবে, শহরের প্রধান সড়কগুলির মধ্যে অন্যতম সিস্টার নিবেদিতা রোড (Sister Nivedita Road) , যা দীর্ঘদিন ধরে অবৈধ দখলের শিকার ছিল।

আরও পড়ুন:- India-Nepal Border: সীমান্তে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজ্যপাল

প্রতিবছরই শিলিগুড়ি (Siliguri Incident) শহরের প্রধান রাস্তাগুলিতে নানা ধরনের অবৈধ দখল বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সিস্টার নিবেদিতা রোডে, যেখানে ব্যবসায়ী এবং এলাকার কিছু নাগরিকরা রাস্তাটি নিজেদের মতো করে দখল করে বিভিন্ন দোকান ও বাড়ি নির্মাণ করে ফেলেছিলেন। তবে, শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipal Corporation) বর্তমান সময়ে এই পরিস্থিতি বদলানোর জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। শহরের সড়কটি দখলমুক্ত করার জন্য পুরসভা (Corporation), পুলিশের সহযোগিতায় এক জোরদার অভিযান শুরু করেছে। এই অভিযান শিলিগুড়ির (Siliguri) বিভিন্ন অংশে বেশ কয়েকটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলার সঙ্গে সম্পর্কিত। পুরসভা ও পুলিশ প্রশাসন মিলিতভাবে অবৈধ দোকানগুলির একাংশ ভেঙে দিয়েছে, যা হাইকোর্টের ( High court) নির্দেশ অনুযায়ী চলমান। বুধবার, সকাল থেকেই পুরসভা (Corporation) ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা এই অভিযান পরিচালনা করেন। এতে পুরকর্মী ও পুলিশ কর্মকর্তারা একত্রে সিস্টার নিবেদিতা রোডের উপর অবৈধ দোকানগুলির একাংশ ভাঙতে শুরু করেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

আশা করা হচ্ছে, এই পদক্ষেপটি অবৈধ নির্মাণের বিরুদ্ধে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে এবং ভবিষ্যতে শিলিগুড়ির ( Siliguri Incident) সড়কগুলির অবৈধ দখল ও নির্মাণ শূন্য করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে শিলিগুড়ি পুরসভা।

আরও পড়ুন:- Adhir Chowdhury: তোলাবাজিতে গ্রেফতার অধীরের ঘনিষ্ঠ সহকারী