নিউজ পোল ব্যুরো: আগামী বছর বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। তার আগে সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সংখ্যালঘুদের নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন তার জেরে উত্তাল গোটা বাংলা। এদিনই বিধানসভার বাইরে শুভেন্দুকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শাসক দলের বিধায়ক হুমায়ুন কবীর। এবার বিরোধী দলনেতাকে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury)।
আরও পড়ুনঃ Jogesh Chandra College: মালা রায়কে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের, উঠল ‘বহিরাগত’ স্লোগান
মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রীতিমত হুঁশিয়ারির সুরে বলেন, “এরা বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে।” এরপরই দিল্লিতে আম আদমি পার্টির হারের প্রসঙ্গ টেনে বলেন, “এরকম ঔদ্ধত্য দিল্লিতে কেজরিওয়াল দেখিয়েছিল বলে ওখানকার মানুষ আপকে উপড়ে ফেলেছে। আগামী বছর বাংলাতেও তাই হবে। ওদের দল থেকে যেসব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের ‘চ্যাংদোলা’ করে রাস্তায় ছুঁড়ে ফেলব।”
এই মন্তব্যের পর সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ উঠেছে শুভেন্দুর বিরুদ্ধে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এদিন শুভেন্দুর উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জের সুরে বলেন, “এখন আপনি হিন্দু হিন্দু করছেন। আমি হুমায়ুন কবীর মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করে বলছি ৭২ ঘণ্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে ৪২ জন বিধায়ক বিধানসভার ভিতরে আপনার যে ঘর আছে তার বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আপনি পারলে ৬৬ জন নিয়ে আমার মোকাবিলা করবেন। হয় প্রত্যাহার করুন এ কথা, নাহলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আমরা বুঝে নেব।” এরই পাশাপাশি রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রীমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, “শুভেন্দুর ঠ্যাং ভেঙে দেব।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
সব মিলিয়ে শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যকে ঘিরে রীতিমত উত্তপ্ত রাজ্য রাজনীতি। এর আগে মঙ্গলবারই মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) ‘চ্যাংদোলা’ মন্তব্য বিরোধিতা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ““যেভাবে একটা ধর্মকে আক্রমণ করা হচ্ছে, যেভাবে মুসলিম ধর্মের নাম করে বিরোধী দলনেতা আক্রমণ করছেন, তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। বিরোধী দলনেতা সাসপেন্ডেড। কিন্তু বাইরে দাঁড়িয়ে তিনি যে মন্তব্য করছেন, তাও বিরোধী দলনেতার মন্তব্য হিসেবেই ধরতে হবে। কারণ আমি যখন বাইরে কোনও মন্তব্য করি, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবেই কটাক্ষ করা হয়। তাহলে বিরোধী দলনেতার মন্তব্যকে কেন ধরা হবে না?” মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের দেশ সৌজন্যের দেশ। সার্বভৌমত্বের দেশ। আমাদের রক্তে কোনও ধর্ম লেখা থাকে না। মানবিকতাই আসল ধর্ম। এখানে কোনও সম্প্রদায়কে অপমান করা আমরা বরদাস্ত করব না।” এছাড়া মন্ত্রী গোলাম রব্বানি বলেন, “শুভেন্দু যে মন্তব্য করেছেন, তা দেশের সংবিধানের পরিপন্থী। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক।”