নিউজ পোল ব্যুরো: পাঞ্জাবের মোহালিতে এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER) -এর প্রজেক্ট বিজ্ঞানী (Project Scientist)। এক সামান্য পার্কিং সংক্রান্ত বিবাদ গড়াল হাতাহাতিতে, যার জেরে অকালে মৃত্যু হলো অভিষেক স্বর্ণকারের (Abhishek Swarnakar)।
আরও পড়ুনঃ Digha Jagannath Temple: পর্যটনে নতুন দিগন্ত, উদ্বোধনে দিঘার জগন্নাথ মন্দির
ঘটনাটি ঘটে মোহালির সেক্টর ২৯ এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিষেক স্বর্ণকার ঝাড়খণ্ডের ধানবাদের (Dhanbad, Jharkhand) বাসিন্দা ছিলেন। সুইজারল্যান্ডে (Switzerland) কর্মরত থাকার পর সম্প্রতি মোহালির IISER -এ যোগ দেন তিনি। বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন।প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার কাজ থেকে বাড়ি ফিরে দেখেন, প্রতিবেশী মন্টির (Monty) বাইক তাঁর গেটের সামনে দাঁড় করানো। বাইক সরাতে বললে মন্টি তাতে রাজি হননি। অভিষেক নিজেই বাইকটি সরানোর চেষ্টা করলে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, তখনই মন্টি তাঁকে ধাক্কা দেন এবং ঘুষি মারেন। গুরুতর আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন অভিষেক।
বিবাদে উত্তেজনা বাড়লে দুই পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা ছুটে আসেন। আহত অভিষেককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান। জানা গিয়েছে, অভিষেক দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় (Kidney Disease) ভুগছিলেন। সম্প্রতি তাঁর একটি কিডনি প্রতিস্থাপন (Kidney Transplant) করা হয়েছিল, যেখানে তাঁর দিদি তাঁকে একটি কিডনি দান করেন। নিয়মিত ডায়ালিসিসও (Dialysis) চলছিল তাঁর। ফলে শরীরে আঘাতজনিত ধকল সহ্য করতে পারেননি তিনি।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
একজন মেধাবী গবেষকের (Researcher) এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহকর্মীদের মধ্যে। সামান্য এক বাইক পার্কিং বিতর্ক যে এত বড় দুর্ঘটনার কারণ হতে পারে, তা মেনে নিতে পারছেন না কেউই। এই ঘটনায় একদিকে যেমন আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনই পারস্পরিক সৌজন্যের অভাব যে ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, সেটিও সামনে এসেছে।