Starlink India Approval: সরকারি অনুমোদনের অপেক্ষায় স্টারলিঙ্ক

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: ইলন মাস্কের (Elon Musk) কোম্পানি স্পেসএক্সের (SpaceX) স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক (Starlink) ভারতে কার্যক্রম চালুর বিষয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) সম্প্রতি স্টারলিঙ্ককে স্বাগত জানিয়ে একটি পোস্ট করেছিলেন এক্স (X) হ্যান্ডলে, যা পরবর্তী সময়ে মুছে ফেলেন। পরে আবার একই পোস্ট করে জানান যে, এই পরিষেবা মূলত রেল প্রকল্পে (Railway Project) কাজে লাগানো হবে। তবে, সেই পোস্টও পরে মুছে ফেলা হয়। ভারতে স্টারলিঙ্কের আনুষ্ঠানিক কার্যক্রম (Starlink India Approval) শুরুর আগে বড় সিদ্ধান্ত নিয়েছে দুই প্রধান টেলিকম সংস্থা—এয়ারটেল (Airtel) ও জিও (Jio)। সম্প্রতি ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর ও ভাইস চেয়ারম্যান গোপাল ভিট্টল (Gopal Vittal) জানিয়েছেন, স্টারলিঙ্কের হাই-স্পিড (High-Speed) ইন্টারনেট পরিষেবা তারা নিজেদের পরিকাঠামোর মাধ্যমে সরবরাহ করবে। এছাড়া, এয়ারটেলের বিপণি (Retail Outlets) থেকে স্পেসএক্সের সব পণ্যও (SpaceX Products) পাওয়া যাবে।

আরও পড়ুন:- Ajit Doval: বিশ্বের শীর্ষ গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

এয়ারটেলের ঘোষণার পরপরই একই সিদ্ধান্ত জানায় রিলায়্যান্স জিও (Reliance Jio)। এই দুটি প্রধান টেলিকম কোম্পানির স্টারলিঙ্কের সঙ্গে যুক্ত হওয়ার খবর ইঙ্গিত দিচ্ছে যে, ভারতে স্টারলিঙ্কের আনুষ্ঠানিক অনুমোদন পেতে খুব বেশি দেরি হবে না। স্টারলিঙ্ক মূলত একটি স্যাটেলাইট-ভিত্তিক (Satellite-Based) ইন্টারনেট পরিষেবা, যা ফাইবার অপটিক (Fiber Optic) কেবল ছাড়াই ইন্টারনেট সরবরাহ করতে পারে। ফলে, প্রত্যন্ত (Remote Areas) ও দুর্গম অঞ্চলেও এই পরিষেবা পৌঁছতে পারে। এমনকি প্রাকৃতিক দুর্যোগের সময়েও ইন্টারনেট সংযোগ ব্যাহত হয় না বলে দাবি সংস্থার। এতদিন ভারত সরকার স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা অনুমোদনের বিষয়ে বেশ (Starlink India Approval) সতর্ক ছিল। ইলন মাস্ক একাধিকবার ভারতে স্টারলিঙ্ক পরিষেবার অনুমোদনের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেয়নি। তবে, পরিস্থিতির বদল হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কিছুদিন আগেই মার্কিন সফরের (US Visit) সময় ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি, ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে মাস্কের ঘনিষ্ঠ সম্পর্কও আলোচনার কেন্দ্রবিন্দুতে। মোদী ও ট্রাম্পের বন্ধুত্ব নতুন কিছু নয়, এবং এই রাজনৈতিক সমীকরণ স্টারলিঙ্কের অনুমোদন (Starlink India Approval) পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।যদিও এখনও ভারত সরকার স্টারলিঙ্ককে আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি, কিন্তু এয়ারটেল ও জিয়োর মতো বৃহৎ টেলিকম সংস্থাগুলোর সঙ্গে স্টারলিঙ্কের চুক্তি ইঙ্গিত দিচ্ছে যে, মাস্কের কোম্পানি শীঘ্রই ভারতে পরিষেবা চালু করতে পারবে। অশ্বিনী বৈষ্ণবের পোস্ট এবং তা মুছে ফেলার ঘটনা আরও বেশি জল্পনা তৈরি করেছে। আগামী দিনে স্টারলিঙ্ক ভারতের বাজারে প্রবেশ করবে কি না, তা সময়ই বলবে। তবে, টেক বিশ্বে এখন এই নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে।