নিউজ পোল ব্যুরো: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে ভাঙন ধরিয়েছেন হলদিয়ার বিজেপি (BJP) বিধায়ক তাপসী মণ্ডল । গত সোমবার পদ্ম ছেড়ে ঘাসফুলে (TMC) যোগ দিয়েছেন তাপসী মণ্ডল। তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পরেই দল দিল বড় পুরষ্কার। যোগদানের দুইদিনের মধ্যেই তাপসী মণ্ডলকে (Tapasi Mondal) রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের চেয়ারম্যানের পদে বসানো হয়েছে।
রাজনৈতিক মহলের অনেকেই বলছেন শুভেন্দু গড়ে ভাঙন ধরানোর জন্য তাপসী মণ্ডলকে দেওয়া হয়েছে পুরষ্কার। বর্তমানে এই দফতর রয়েছে মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজার হাতে। এই দায়িত্ব পাওয়ার পর হলদিয়াতে তাপসী কতটা প্রভাব বিস্তার করতে পারে সেই দিকে নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের। কারণ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর গড় হলিদায়া শাসকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, তাপসী মণ্ডল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিল। তিনি ২০২১ সালে হলদিয়া থেকে বিজেপির টিকিটে লড়ে জয়ী হন । তবে লোকসভার পর থেকেই তাঁর সঙ্গে বিজেপির ক্রমেই দূরত্ব বাড়ছিল। চর্চা চলছিল এই দুরত্ব নিয়ে। তারপরেই এরপর সোমবার ১০ মার্চ দুপুরে তাপসী মণ্ডল বাইপাসের পাশের তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলের যোগদান করেন।
আরও পড়ুনঃ GST: কেন্দ্রীয় সংস্থার অভিযান ঘিরে উত্তেজনা
সোমবার পূর্ব মেদিনীপুরে সংগঠনের দায়িত্বে থাকা তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের গাড়িতে তাপসীকে (Tapasi Mondal) উঠতে দেখা যাওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। তৃণমূলে যোগ দিয়েই তাপসী মন্ডল জানিয়েছেন তিনি হলদিয়ার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চান। যোগ দিয়েই মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাপসী বলেন, “বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব শ্রেণির মানুষকে নিয়ে চলার প্রয়াস শুরু করেছিলেন মমতা। ৩৪ বছরের বাম জমানায় বাংলা পিছিয়ে পড়েছিল। মমতা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই তাপসী চিন্তা করে দেখেছেন যে মানুষের জন্য কাজ করতে হলে মমতার বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত তাঁর কর্মযজ্ঞে সামিল হতে হবে।” তিনি আরও বলেছেন, “প্রগতিশীল এই রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে। এই রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল। বিভিন্নভাবে প্রতিবাদ করেও লাভ হয়নি। তাই তৃণমূলে জয়েন করছি।” আগামীতে কি হয় এটাই এখন দেখার।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/