নিউজ পোল ব্যুরো: হোলির (Holi) আগে সাধারণ মানুষের জন্য খারাপ খবর! দেশে ফের বৃদ্ধি পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম। দিল্লি (Delhi) থেকে শুরু করে চেন্নাই (Chennai), বেঙ্গালুরু (Bangalore) থেকে গুরুগ্রাম (Gurugram)— একাধিক শহরে জ্বালানির মূল্যবৃদ্ধি (Price Hike) হয়েছে। যদিও কিছু জায়গায় দাম অপরিবর্তিত রয়েছে, আবার কিছু শহরে সামান্য হলেও দাম কমেছে। আজ থেকে নতুন দামে গ্রাহকদের জ্বালানি কিনতে হবে।
বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম পরিবর্তন:
তেল বিপণন সংস্থাগুলির (Oil Marketing Companies) পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ৪০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত বৃদ্ধি (Price Hike) পেয়েছে। কিছু শহরে সামান্য বৃদ্ধি হলেও মুম্বইয়ে (Mumbai) জ্বালানির দাম কমেছে।

দিল্লি ও চেন্নাই:
দিল্লিতে (Delhi) পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা/লিটার, ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা/লিটার হয়েছে।
চেন্নাইতে (Chennai) পেট্রোলের দাম ১০০.৮০ টাকা/লিটার, ডিজেলের দাম ৯২.৩৯ টাকা/লিটার হয়েছে।
এই দুই শহরেই ৫ পয়সা করে দাম বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: Herbal Abir: দোলের আগে নয়া প্রয়াস পুরসভার
কলকাতা:
কলকাতায় (Kolkata) জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি।bপেট্রোলের দাম ১০৫.০১ টাকা/লিটার, ডিজেলের দাম ৯১.৮২ টাকা/লিটার আগের মতোই রয়েছে।
মুম্বই:
মুম্বইয়ে (Mumbai) পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। পেট্রোলের দাম ৪৪ পয়সা কমে ১০৩.৫০ টাকা/লিটার হয়েছে। ডিজেলের দাম ২.১২ টাকা কমে ৯০.০৩ টাকা/লিটার হয়েছে।
বেঙ্গালুরু, চণ্ডীগড় ও গুরুগ্রাম:
বেঙ্গালুরুতে (Bangalore) পেট্রোলের দাম ১০২.৯২ টাকা/লিটার, ডিজেলের দাম ৮৮.৯৯ টাকা/লিটার হয়েছে।চণ্ডীগড়ে (Chandigarh) পেট্রোলের দাম ৯৪.৩০ টাকা/লিটার, ডিজেলের দাম ৮২.৪৫ টাকা/লিটার হয়েছে। গুরুগ্রামে (Gurugram) পেট্রোলের দাম ৯৫.২৫ টাকা/লিটার, ডিজেলের দাম ৮৮.১০ টাকা/লিটার হয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ৭০ ডলারের মধ্যে রয়েছে। আমেরিকান ক্রুড অয়েলের (American Crude Oil) দাম ব্যারেল প্রতি ৬৭ ডলার ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা এবং দেশের অভ্যন্তরীণ কর কাঠামোর কারণে জ্বালানির মূল্য পরিবর্তিত হচ্ছে। একপ্রকার হোলির আগে এই দামবৃদ্ধি সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরাও।