Abhishek Banerjee: মেগা বৈঠকে ভোটার তালিকায় কী পরিবর্তন আসবে?

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের (TMC) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে ‘ভূতুড়ে’ ভোটার Ghost voterচিহ্নিতকরণের জন্য বিশেষ বৈঠক (Meeting) অনুষ্ঠিত হবে ১৫ মার্চ। এই বৈঠকে কোর কমিটির (Core Committee) সদস্যরা ছাড়াও, সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, পুরসভার চেয়ারম্যান এবং অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দলীয় সূত্রে জানা গেছে, ১৫ মার্চের ভার্চুয়াল মেগা বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য কমিটির সদস্যরা, সাংসদ, বিধায়ক, পুরপিতা, জেলা পরিষদের সভাধিপতি, জেলা সভাপতি এবং বিভিন্ন শাখা সংগঠনের প্রধানরা। এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে তৃণমূলের (TMC) উচ্চ পর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ থাকবে এবং ‘ভূতুড়ে’ ভোটার সমস্যা নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন:Toto Regulation WB: নিয়মের বেড়াজালে টোটো!

‘ভূতুড়ে’ ভোটার নিয়ে প্রথম বৈঠক ৬ মার্চ তৃণমূল ভবনে অনুষ্ঠিত হয়, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে উদ্বোধন করেছিলেন। এরপর ১৫ মার্চের পরবর্তী বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বৈঠকটি ১৬ মার্চের পরিবর্তে ১৫ মার্চ হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এ বৈঠকটির আহ্বায়ক।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় প্রথমবার ‘ভূতুড়ে’ ভোটার ইস্যুতে সরব হয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, গেরুয়া শিবির ভোট বাড়ানোর জন্য ভূয়ো ভোটারদের (Fake voter) ব্যবহার করছে, এবং এই কাজে নির্বাচন কমিশনের (Election Commission) ‘আশীর্বাদ’ রয়েছে। তার মতে, বিজেপি নেতারা এই ভূয়া ভোটারদের সাহায্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের চেষ্টা করছে।

এছাড়াও, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই ইস্যুতে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকেও কথা বলেছেন। ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণের জন্য সুব্রত বক্সির নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতি ছিল। আগামী ১৫ মার্চ এই কমিটির সদস্যরা এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে মিলিত হয়ে ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণের অগ্রগতি পর্যালোচনা করবেন।

আরও পড়ুন:Rose Valley: বেদখল হচ্ছে রোজভ্যালির একের পর এক সম্পত্তি, বাংলাসহ ৯ রাজ্যের দ্বারস্থ ইডি