Murshidabad News: টোকাটুকি বন্ধের জেরে পরীক্ষাকেন্দ্রে তাণ্ডব!

breakingnews জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মুর্শিদাবাদের ফরাক্কায় (Farakka) উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারির (Strict Monitoring) ফলে ছাত্ররা টোকাটুকি (Cheating) করতে পারেনি। এর জেরে পরীক্ষার শেষে ক্ষুব্ধ পরীক্ষার্থীদের একাংশ ব্যাপক ভাঙচুর (Vandalism) চালায় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় (Murshidabad News) প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতির দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) ডেপুটি সেক্রেটারি উৎপল বিশ্বাসকে (Utpal Biswas) চিঠি দিয়েছে ফরাক্কার নয়নসুখ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (Nayansukh High School)।

আরও পড়ুন:- Abhishek Banerjee: মেগা বৈঠকে ভোটার তালিকায় কী পরিবর্তন আসবে?

নয়নসুখ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস (Swapan Kumar Das) জানিয়েছেন, এই স্কুলে পরীক্ষাকেন্দ্র (Exam Center) ছিল, যেখানে তিনটি স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে— ধর্মডাঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (Dharmdanga High School) থেকে ২৩৯ জন, নিউ ফরাক্কা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (New Farakka High School) থেকে ৩৮৬ জন এবং তিলডাঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (Tildanga High School) থেকে ৭৮ জন। ১০ মার্চ দর্শন (Philosophy) বিষয়ের পরীক্ষা ছিল। ওইদিন নিউ ফরাক্কা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১৪০ জন ও তিলডাঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। পরীক্ষার শেষে এই দুই স্কুলের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে পরীক্ষাকেন্দ্রের ১১টি ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুরের ফলে ব্যাপক ক্ষতি (Murshidabad News) হয়েছে স্কুলের বিভিন্ন সামগ্রীর। যার মধ্যে রয়েছে— টেবিল (Table) – ১০টি, আলো (Light) – ১৪টি, সিলিং ফ্যান (Ceiling Fan) – ৩০টি, চেয়ার (Chair) – ১০টি, হাই ও লো বেঞ্চ (High & Low Bench) – ২১টি।

আরও পড়ুন:- Bolpur Incident: বাড়িতে এসে মদ্যপ যুবকদের হুমকি!

এই ঘটনার পর নয়নসুখ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা সংসদের ডেপুটি সেক্রেটারিকে চিঠি লিখে ১,৫০,৪৩০ টাকার ক্ষতিপূরণ (Compensation) দাবি করেছে। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এই বিদ্যালয়ে আর মাধ্যমিক (Madhyamik) ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার (Exam Center) রাখা সম্ভব হবে না। নিউ ফরাক্কা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিরুল ইসলাম (Monirul Islam) জানিয়েছেন, “নয়নসুখ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে সংসদকে লেখা চিঠির একটি কপি হাতে পেয়েছি। তাতে ছাত্রদের ভাঙচুরের কথা উল্লেখ থাকলেও, এর কারণ স্পষ্ট করা হয়নি। ক্ষতিপূরণ দিতে হবে কি না, সেটা শিক্ষা সংসদের নির্দেশের উপর নির্ভর করবে।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

তিলডাঙা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ পাল (Abhijit Pal) জানান, “আমাকে নয়নসুখ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ফোনে মৌখিকভাবে ঘটনার (Murshidabad News) কথা জানানো হয়েছিল, তবে লিখিতভাবে কিছু জানানো হয়নি। ক্ষতিপূরণের বিষয়ে আমি এখনো কিছু জানি না।” এই ঘটনার পর পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা (Security Measures) আরও জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শিক্ষা সংসদ কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট স্কুলগুলোর কর্তৃপক্ষ।