নিউজ পোল ব্যুরো: শুক্রবার বসন্ত উৎসব। সেই উপলক্ষ্যে রং খেলার আয়োজন করা হয়েছে শান্তিনিকেতনে ও বোলপুরের বিভিন্ন জায়গাতে (Shantiniketan Dol Utsav 2025)। যদিও দোলের দিন বিশ্বভারতীতে বসন্ত উৎসব হচ্ছে না। গত ৪ বছর ধরে সেখানে বন্ধ রয়েছে দোল খেলা। এদিকে এরই মধ্যে দোলের ঠিক আগের দিন পুলিশের তরফে জানিয়ে দেওয়া হল, শান্তিনিকেতন বা বোলপুরের কোথাও দোল খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকছে না।
আরও পড়ুনঃ Holi: দোলের আগের সন্ধ্যায় কেন হয় ন্যাড়াপোড়া? নেপথ্যে কোন কাহিনী?
এদিন বৃহস্পতিবার শান্তিনিকেতনের লিপিকা অডিটোরিয়ামে সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার বোলপুর রাণা মুখোপাধ্যায়। তাঁর দাবি, বোলপুর ও শান্তিনিকেতনে দোল খেলা (Shantiniketan Dol Utsav 2025) হয়ে আসছে। দোল খেলা হবে। শান্তিনিকেতনের সোনাঝুড়িতে খোয়াইয়ের জঙ্গলে রং খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে ব্যানার দেওয়া হয়েছিল বোলপুর বনবিভাগের তরফে। এই প্রসঙ্গে রাণা মুখোপাধ্যায় বলেন, “সোনাঝুরিতে নিরাপত্তার জন্য বন দপ্তর কোনো আবেদন করেনি। তাই বোলপুর ও শান্তিনিকেতনের কোথাও আবির খেলার ক্ষেত্রে কোনো রকম নিষেধাজ্ঞা নেই।”
সাম্প্রতিক বিতর্কের পরিপ্রেক্ষিতে গুজব ছড়িয়েছিল, শান্তিনিকেতন বা বোলপুরে দোল খেলার জন্য প্রশাসনের তরফে নাকি একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই গুজবও এদিন উড়িয়ে দিয়েছেন বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপার। জানান, “সত্যি বলতে, সূর্য পশ্চিমদিকে উঠছে বললে অবাক হতাম না। কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দোল খেলা আজ পর্যন্ত কোথাও হয়নি। শান্তিনিকেতনে তো হয়ইনি।” যোগ করেন, “কেউ দায়িত্বজ্ঞানহীনতার সঙ্গে এই মন্তব্য করেছেন।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
তবে দোল খেলার নির্দিষ্ট কোনো সময়সীমা না থাকলেও রাণা মুখোপাধ্যায় জানান, অবশ্যই সুস্থভাবে এই উৎসব পালন করতে হবে। তাহলে পুলিশ পাশে আছে।