নিউজ পোল ব্যুরো: এই মুহূর্তে বিশ্ব ক্রিকেট (World Cricket) যে শাসন করছেন মেন ইন ব্লুজ (Men In Blues) তা আর বলার অপেক্ষা রাখে না। লাল বল (Red Ball) হোক বা সাদা বল (White Ball) যে কোন ক্রিকেটই ভারতকে (Team India) সমীহ করে চলে অন্যান্য দলগুলি। তবে ভারতকে (Indian Cricket Team) বরাবর কড়া টক্কর দিয়ে আসে যে দলটি তার নাম অস্ট্রেলিয়া (Australia)। ২০২৩ বিশ্বকাপের ফাইনালের (2023 Cricket World Cup) পর থেকে যে টক্কর আলাদাই মাত্রা ধারণ করেছে। তবে তারপর থেকে অবশ্য পরপর দুটি আইসিসি নকআউটেই (ICC Knock Out) অজিদের হারিয়ে টুর্নামেন্ট থেকে বার করে দিয়েছে ভারত। প্রথমবার ২০২৪ টি-২০ বিশ্বকাপে (2024 T20WC) এবং দ্বিতীয়বার সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে (Champions Trophy 2025)। এবার সেই অস্ট্রেলিয়া দলের তারকা পেসার মিচেল স্টার্কের (Mitchell Starc) মুখে শোনা গেল ভারত বন্দনা।
আরও পড়ুন: Rohit Sharma: জনগণমন অধিনায়ক জয় হে
‘ফ্যানাটিক্স টিভি’ নামের এক ইউটিউব চ্যানেলে স্টার্ক (Mitchell Starc) ভারতীয় ক্রিকেটে গভীরতার প্রশংসা করে বলেছেন, “ভারতই একমাত্র দেশ যারা একই দিনে তিনটি ভিন্ন ফর্ম্যাটে তিনটি ভিন্ন দল খেলাতে পারে। এক দিনে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-২০ ম্যাচে দল নামালেও রীতিমত লড়াই দেবে ওরা। আর কোন দেশের পক্ষে এই জিনিষ সম্ভব না।“ স্টার্কের এহেন মন্তব্য খুব একটা ভুল কিছু নয়। যেকোন দিন ভারতের দ্বিতীয় সারির দলও কড়া টক্কর দিতে পারে বিশ্বের যেকোন দলকে। এমনই ক্ষমতা রয়েছে ভারতীয় রিজার্ভ বেঞ্চের।

ওই অনুষ্ঠানে স্টার্ককে (Mitchell Starc) আরও প্রশ্ন করা হয় যে আইপিএলের কারণেই সীমিত ওভারের ক্রিকেট ভারতের এই সাফল্য কিনা। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অবশ্যই। আইপিএল অনেক বড় টুর্নামেন্ট। সারা বিশ্বের ক্রিকেটাররা খেলতে আসে এখানে। তবে ভারতীয় ক্রিকেটাররা বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে খেলতে পারে না। আমরা পারি যেটা। কিন্তু ওরা শুধুমাত্র আইপিএলই খেলে। তাই ভারতের সাফল্যের পিছনে শুধুমাত্র আইপিএলেরই অবদান রয়েছে কিনা বলা মুশকিল।“
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
গত মরশুমে কেকেআরের হয়ে খেলেছিলেন অজি জোরে বোলার (Mitchell Starc)। প্রথমদিকে রান ব্যয় করলেও পরের দিকে কেকেআরের ট্রফি জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন তিনি। কিন্তু এবারে আর কেকেআর নেই তিনি। ১১.৭৫ কোটিতে মেগা নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে তাঁকে। আগামী ২২ মার্চ কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল। দিল্লি তাদের প্রথম ম্যাচ খেলবে ২৪ তারিখ বিশাখাপত্তনমে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। গোড়ালির চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললেও দিল্লির জার্সিতে শুরু থেকেই দেখা যাবে স্টার্ককে। ৪০ টি আইপিএল ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৫১। ৪ উইকেট নিয়েছেন দুবার। সেরা বোলিং ৪/১৫।