UPI: বাইরে গিয়ে ইউপিআই ব্যবহারের ৫ টি সহজ পদক্ষেপ

আন্তর্জাতিক বিজ্ঞান লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: সময় বাড়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল পেমেন্ট (Digital Payment) ব্যবহারে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বাড়ছে ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস)-এর ব্যবহার, যা গৃহস্থালির পণ্য, খাবার, ওষুধ, এমনকি বিল পেমেন্টেও জনপ্রিয় হয়ে উঠেছে। তবে, শুধুমাত্র ভারতেই নয়, এখন বিশ্বের নানা প্রান্তে ইউপিআই (UPI) ব্যবহারের সুবিধা পাওয়া যাচ্ছে। ভারতীয় সরকারের (Indian Government) উদ্যোগে এখন ফ্রান্স, ভুটান, নেপাল, ওমান, মালয়েশিয়া, হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়া, জাপান, ইউরোপ সহ অন্যান্য দেশে ইউপিআই (UPI) পরিষেবা চালু হয়েছে।

আরও পড়ুন:Health Tips: সজিনা পাতায় ২১ দিনেই থাইরয়েড সমাধান

এখন প্রশ্ন হল, যদি বিদেশে গিয়ে ইউপিআই ব্যবহার করতে চান, তাহলে কি তা সম্ভব (Possible)? হ্যাঁ, তা সম্ভব। তবে এর জন্য কিছু বিশেষ ধাপ (Step) অনুসরণ করতে হবে:

বিদেশে ইউপিআই ব্যবহার করার পদ্ধতি:

১. প্রথমে, আপনি যে ইউপিআই অ্যাপ ব্যবহার করেন (যেমন PhonePe, Google Pay বা অন্য কোনো অ্যাপ), সেটি খুলুন।

২. এরপর আপনার ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) নম্বর অ্যাপের সঙ্গে সংযুক্ত করুন।

৩. অ্যাকাউন্ট অ্যাক্টিভেট (Account Activate) হওয়ার পর, আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে চান, সেটি সংযুক্ত করুন। এছাড়াও, গ্রহীতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইবিএএল (IBAL) এবং বিআইসি কোড (BIC Code) যোগ করতে হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

৪. ইউপিআই পিন দিয়ে আপনার অ্যাকাউন্ট সেটআপ (Account Set-up) সম্পন্ন করুন।

৫. টাকা পাঠানোর সময়, পাঠানো টাকার পরিমাণ এবং মুদ্রা নির্বাচন করতে হবে।

একটি গুরুত্বপূর্ণ বিষয়, আন্তর্জাতিক লেনদেনের সুবিধা যেসব ব্যাঙ্কে রয়েছে, শুধুমাত্র সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউপিআই ব্যবহার করা যাবে। যদি আপনার ব্যাঙ্ক আন্তর্জাতিক লেনদেনের সুবিধা না দেয়, তবে লেনদেন সম্ভব হবে না। পাশাপাশি, বিদেশি মুদ্রায় টাকা বদলের জন্য কিছু অতিরিক্ত চার্জও লাগতে পারে, তাই আন্তর্জাতিক লেনদেনের সুবিধা চালু করে নেবেন।

আরও পড়ুন: Singapuri Banana Origin: নামের বিভ্রান্তি, স্বাদে অনন্য!

অতএব, আপনি বিদেশে গেলে ইউপিআই ব্যবহার করতে চাইলে আগে থেকেই আন্তর্জাতিক লেনদেনের সুবিধা সক্রিয় করে নিন, যাতে কোনো অসুবিধা না হয়।