Accident: মর্মান্তিক ঘটনা বাগুইআটিতে, প্রাণ গেল একরত্তির

breakingnews জেলা

নিউজ পোল ব্যুরো: দোলের আগের দিন সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনা (Accident) ঘটে গেল বাগুইআটির (Baguiati) নারায়ণ তলা খালপাড় অঞ্চলে। এখন সব জায়গাতেই দেখা যায় ই-রিক্সা বা টোটো (Toto)। চালকরা বেশিরভাগ সময়‌ই তাদের এলাকায় রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে রাখেন। এলাকার বাচ্চাদের কাছে যা খেলার বস্তু হয়ে দাঁড়ায়। বৃহস্পতিবার বিকেলে‌‌ও রোজকার মত খেলতে বেরিয়েছিল বছর আটেকের রিয়া কুমারী (Riya Kumari)। রাস্তার ধারে দাঁড় করানো ছিল একটি টোটো। খেলার ছলে টোটোতে উঠতেই বিপত্তি। প্রাণ গেল একরত্তির।

আরও পড়ুন: New Town: সন্দেহজনক গতিবিধি, যুবককে লাইট পোস্টে বাঁধল স্থানীয়রা

স্থানীয় সূত্রে খবর খেলতে খেলতে বাড়ির সামনে দাঁড় করানো একটি টোটোয় চেপে বসে রিয়া। কিন্তু সেইসময় টোটোতে চাবি লাগানোই ছিল। এরপর শিশুমনে এক্সেলেটর ঘোরাতেই টোটোটি চলতে শুরু করে সামনে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে (Accident) এবং টোটোর সামনের কাঁচ ভেঙে নাবালিকার গলায় বিঁধে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বিধাননগর মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গলার নলি কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হ‌ওয়ার ফলেই মৃত্যু বলে মনে করছেন তারা।

নাবালিকার পরিবারের তরফ থেকে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার মামা সোনা চৌধুরী জানিয়েছেন, “টোটোতে উঠে বসেছিল। চাবি ঘুরিয়ে ছিল না কি করেছিল হঠাৎ টোটো চলতে শুরু করলো তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল (Accident) বুঝলাম না।“ এক প্রতিবেশী বলেন, “রোজ যাতায়াত করতাম এই রাস্তা দিয়েই। প্রায়‌ই দেখা হত ওর সঙ্গে। ওর সঙ্গে খুনসুটি করতাম। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা যে আর নেই কল্পনা করতে পারছি না। ভীষণ খারাপ লাগছে।“

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই ঘটনায় (Accident) এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। কেন চাবি লাগানো অবস্থায় টোটোটি দাঁড় করানো ছিল সেই নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ সবদিক খতিয়ে দেখছে বলে জানিয়েছে। বর্তমানে অধিকাংশ সময়েই দেখা যায় এইধরণের ঘটনা। রাস্তার ধারে যত্রতত্র টোটো রাখা থাকে। কোকোর দৌরাত্ম্যে জেরবার শহর থেকে গ্রামের মানুষজন। এইধরণের ঘটনা থেকে শিক্ষা না নিলে আবার‌ও অকালে ঝড়ে যেতে পারে কোন প্রাণ। মুহূর্তের অসাবধানতায় বাগুইআটিতে যে ঘটনা ঘটেছে আজ তা থেকে সচেতন হ‌ওয়া উচিত সকলের।