Smartphone Battery: স্মার্টফোনের ব্যাটারি লাইফ কীভাবে বাড়াবেন

প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: স্মার্টফোনের ব্যাটারি (Smartphone Battery) দ্রুত ফুরিয়ে যাওয়া আমাদের সবারই একটি সাধারণ সমস্যা। চার্জার হাতে নিয়ে চার্জিং পয়েন্ট খোঁজা যেন দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠেছে। তবে কিছু সহজ পরিবর্তন আনলে আপনার স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হতে পারে, তাও আবার কর্মক্ষমতা কমানো ছাড়াই! নিচে এমন কিছু কার্যকর কৌশল দেওয়া হলো যা আপনার ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে সাহায্য করবে।

আরও পড়ুন:- Hidden Camera: আপনি কি হোটেল রুমে ক্যামেরার নজরে?

১. অলওয়েজ-অন ডিসপ্লে বন্ধ করুন (Always-On Display Off)
অনেক স্মার্টফোনেই অলওয়েজ-অন ডিসপ্লে (Always-On Display) ফিচার থাকে, যা ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও সময়, তারিখ ও নোটিফিকেশন দেখাতে পারে। যদিও এটি প্রতি ঘণ্টায় ১-২% ব্যাটারি খরচ করে, তবুও দিনের শেষে এটি মোট ব্যাটারি লাইফের ওপর প্রভাব ফেলে। সেটিংসে গিয়ে Lock Screen অপশনে গিয়ে এটি বন্ধ করে দিন।
২. অ্যাডাপ্টিভ ব্যাটারি চালু করুন (Adaptive Battery On)
অ্যান্ড্রয়েডের Adaptive Battery ফিচার ফোনের ব্যবহার বিশ্লেষণ করে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর ব্যাটারি খরচ কমায়। এটি চালু করতে Settings > Battery > Adaptive Battery অপশনে যান।
৩. ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন (Battery Saver Mode)
এই ফিচার ব্যাকগ্রাউন্ড অ্যাপ কার্যক্রম কমিয়ে ও স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে ব্যাটারির আয়ু বাড়ায়। এটি চালু করতে Settings > Battery > Battery Saver অপশনে যান।
৪. ডার্ক মোড চালু করুন (Dark Mode On)
OLED ডিসপ্লে যুক্ত ফোনে Dark Mode চালু করলে ব্যাটারি খরচ কমে, কারণ এতে কালো পিক্সেল জ্বলে না। এটি চালু করতে Settings > Display > Dark Mode অপশনে যান।
৫. স্ক্রিন ব্রাইটনেস ও টাইমআউট কমান (Lower Brightness & Screen Timeout)
উচ্চ ব্রাইটনেস ব্যাটারির (Smartphone Battery) সবচেয়ে বড় শত্রু। সেটিংসে গিয়ে Brightness Level কমিয়ে নিন এবং Screen Timeout ৩০ সেকেন্ড বা কম করুন।
৬. অব্যবহৃত অ্যাকাউন্ট মুছে ফেলুন (Remove Unused Accounts)
অপ্রয়োজনীয় Google Accounts বা অন্যান্য সিঙ্ক করা অ্যাকাউন্ট ফোনের ব্যাটারি খরচ বাড়ায়। এগুলো সরাতে Settings > Accounts অপশনে যান।
৭. কিবোর্ড সাউন্ড ও ভাইব্রেশন বন্ধ করুন (Disable Keyboard Sound & Vibration)
কিবোর্ডের Haptic Feedback ও Keypress Sound ব্যাটারি খরচ করে। এটি বন্ধ করতে Settings > Language & Input > Keyboard Preferences অপশনে যান।
৮. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন (Turn Off Unnecessary Notifications)
বেশি নোটিফিকেশন আসলে স্ক্রিন বারবার জ্বলে উঠে, যা ব্যাটারি খরচ বাড়ায়। এটি বন্ধ করতে Settings > Notifications গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ করুন।
৯. ‘Hey Google’ ডিটেকশন বন্ধ করুন (Disable “Hey Google” Detection)
গুগল অ্যাসিস্ট্যান্টের ‘Hey Google’ কমান্ড ব্যাটারি খরচ বাড়ায়। এটি বন্ধ করতে Google App > Profile > Settings > Google Assistant > Voice Match অপশনে যান।
১০. স্ক্রিন রিফ্রেশ রেট কমান (Reduce Screen Refresh Rate)
উচ্চ রিফ্রেশ রেট (90Hz/120Hz) বেশি ব্যাটারি খরচ করে। Settings > Display > Refresh Rate থেকে এটি ৬০Hz-এ সেট করুন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

যখন ব্যাটারি খুব কম থাকে, তখন Low Power Mode বা Power Saving Mode চালু করলে ফোন বেশি সময় চলতে পারে। এটি চালু করতে Quick Settings থেকে Battery Saver চালু করুন। এই সহজ টিপসগুলো মেনে চললে আপনার স্মার্টফোনের ব্যাটারি (Smartphone Battery) লাইফ উল্লেখযোগ্যভাবে বাড়বে!