নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ ঘুমন্ত অবস্থায় আচমকা হামলা, কিছুক্ষনেই সব শেষ। স্বামীকে কুপিয়ে ‘খুন’ পটাশপুরের গৃহবধূর। সাতসকালে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। তা নিউ সূত্রে খবর গৃহবধূকে গোপনে বিয়ের পর সন্তানসহ নিজের বাড়িতে এনেছিলেন স্বামী। গোপনীয়তা মানতে পারেননি স্ত্রী তাই বদলা নিতেই হত্যা বলে অনুমান। অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার।
মাঝরাতে ঘুমের মধ্যে অতর্কিত হামলায় নিহত হন যুবক। ঘটনার নৃশংসতা কাঁপিয়ে তোলে গোটা এলাকা। কাটা হয় গলার নলি। সূত্রের খবর এই কাজে স্ত্রীকে সাহায্য করেন তার প্রথম স্বামী!
পটাশপুরের পঁচেট গ্রামের বাসিন্দা মৃত যুবকের নাম দীপঙ্কর গিরি বয়স ৩৫ বছর। বছর চারেক আগে বিয়ে করে প্রথম স্ত্রী তাঁকে ছেড়ে চলে যায়। এরপর পাশের পাড়ার এক গৃহবধূর সঙ্গে দীপঙ্করের প্রেমের সম্পর্ক তৈরি হয়। গৃহবধূর এক শিশু সন্তান-সহ তাঁকে গোপনে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন দীপঙ্কর। অভিযোগ, গৃহবধূর প্রথম পক্ষের স্বামী তা জানামাত্র দীপঙ্করকে মারধর খুনের হুমকি দেন। বার বার স্ত্রী ও সন্তানকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েন প্রথম স্বামী। কিন্তু গৃহবধূ দীপঙ্করকে ছেড়ে যেতে অস্বীকার করেন।
সেই রাগে গভীর রাতে বাড়িতে ঢুকে গৃহবধূর বর্তমান স্বামী অর্থাৎ দীপঙ্কর গিরির গলার নলি কেটে খুন করেছে প্রথম স্বামী।
পরিবার সূত্রে খবর, গোপনে পাড়ার এক গৃহবধূকে বিয়ে করেছিল মৃত যুবক। প্রতিশোধ নিতে তার প্রথম স্বামী এই খুন করেছে বলে অভিযোগ। এরইমধ্যে স্ত্রীকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।