Siliguri Crypto Scam: শিলিগুড়িতে বড়সড় ক্রিপ্টো স্ক্যাম ফাঁস!”

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত পেলকু জোত এলাকায় এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা সামনে এসেছে। আধুনিক বিনিয়োগের লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিল স্বদেশ বর্মন নামের এক ব্যক্তি। ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) ও বিটকয়েন (Bitcoin)-এ টাকা বিনিয়োগ করালে তা কয়েক গুণ বৃদ্ধি পাবে—এই প্রলোভন দেখিয়ে তিনি এলাকার সাধারণ মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা সংগ্রহ করেছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিনিয়োগকারীরা টাকা ফেরত না পাওয়ায় সন্দেহের সৃষ্টি হয় (Siliguri Crypto Scam)।

আরও পড়ুন:- Siliguri News: রেল লাইনে অজ্ঞাত বৃদ্ধের দেহ

স্বদেশ বর্মন দীর্ঘ কয়েক বছর ধরে পেলকু জোত এলাকায় বসবাস করছে। সম্প্রতি সে স্থানীয় বাসিন্দাদের লোভনীয় প্রস্তাব দেয় যে, যারা তার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency Trading) এবং বিটকয়েন ইনভেস্টমেন্ট (Bitcoin Investment)-এ অর্থ বিনিয়োগ করবে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিগুণ টাকা ফেরত পাবে। অনেকেই তার কথায় বিশ্বাস করে বিনিয়োগ করতে শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই কয়েক লক্ষাধিক টাকা সংগ্রহ হয় (Siliguri Crypto Scam)। সময়ের সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা টাকা ফেরত চাইতে শুরু করলে স্বদেশ বর্মন নানা অজুহাত দেখিয়ে সময় নষ্ট করতে থাকে। শেষ পর্যন্ত তার প্রতারণার ফাঁদ ফাঁস হয়ে যায়, যখন পেলকু জোতের বাসিন্দা প্রদীপ সিংহ তার বিরুদ্ধে টাকা তছরুপ (Fraudulent Investment Scheme)-এর অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ফাঁড়ির পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং মাটিগাড়া থানার পুলিশ স্বদেশ বর্মনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পুলিশের তরফে স্বদেশ বর্মনের ১০ দিনের রিমান্ড (Police Remand) চেয়ে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বদেশ বর্মন ও তার পরিবারের কয়েকজনের নামে বিভিন্ন ব্যাংকে সাত থেকে আটটি অ্যাকাউন্ট (Multiple Bank Accounts) রয়েছে। সেই অ্যাকাউন্টগুলোর লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এই ঘটনার পর শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার মানুষকে পুলিশের তরফ থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আধুনিক ফিনান্সিয়াল স্ক্যাম (Financial Scam) থেকে বাঁচতে বিনিয়োগের আগে যথাযথ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত বিনিয়োগ নিয়ে লোভনীয় প্রতিশ্রুতি দিলেই সাবধান হোন!(Siliguri Crypto Scam)