নিউজ পোল ব্যুরো: হাওড়া ডিভিশনে (Howrah Division) ফের একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন (Local and Express Trains) বাতিলের (Train Cancelled) ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। ট্র্যাক ও ওভারহেড লাইনের (Track & Overhead Line) মেরামতির কাজের জন্য রেল (Indian Railways) এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ট্রাফিক ব্লক (Traffic Block) দেওয়া হবে, যার ফলে নিত্যযাত্রীদের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনঃ Malda: হোলির আগেই উদ্ধার অবৈধ মদ, সাফল্য পুলিশের
এর আগে, বালি ব্রিজ (Bali Bridge) মেরামতির কারণে প্রায় ১০০ ঘণ্টা ট্রেন পরিষেবা ব্যাহত (Train Cancelled) হয়েছিল। এবারও রেললাইন সংস্কারের জন্য একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। এমনকি এপ্রিল মাসেও শতাধিক ট্রেন বাতিল হতে পারে বলে সূত্রের খবর।
কোন কোন ট্রেন বাতিল থাকবে?
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে—
- হাওড়া থেকে: ৩৬০৩৩, ৩৬৮২৩
- চন্দনপুর থেকে: ৩৬০৩৪
- বর্ধমান থেকে:৩৬৮৩৬
প্রতিদিন হাজার হাজার মানুষ এই লোকাল ট্রেনগুলিতে যাতায়াত করেন। এক্সপ্রেস ট্রেনের (Express Train) যাত্রী সংখ্যাও কম নয়। ট্রেন বাতিল হওয়ায় সাধারণ যাত্রীদের পাশাপাশি অফিসগামী এবং ব্যবসায়ীরাও সমস্যায় পড়বেন। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দ্রুত সংস্কার কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে এই সময়ের মধ্যে যাত্রীদের বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে।
আগামী দিনে আরও ট্রেন বাতিলের সম্ভাবনা রয়েছে:
এপ্রিল মাসে আরও একবার হাওড়া ডিভিশনে (Howrah Division) বড় ধরনের ট্রাফিক ব্লক (Traffic Block) দেওয়া হতে পারে। ফলে শতাধিক ট্রেন বাতিলের (Train Cancelled) সম্ভাবনা রয়েছে। রেলযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, ভ্রমণের আগে ট্রেনের সর্বশেষ আপডেট (Train Update) জেনে নেওয়ার জন্য।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
নিত্যযাত্রীদের জন্য এই ট্রেন বাতিলের খবর বড় ধাক্কা হতে পারে। তাই বিকল্প পরিকল্পনা করা এবং অন্যান্য যানবাহনের (Alternative Transport) উপর নির্ভর করাই এখন একমাত্র উপায়।