Murder: প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জীর বাড়িতে মদের আসরে খুন

breakingnews অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: খাস কলকাতায় ফের খুনের ঘটনা। মদের আসরে খুন (Murder)। রান্না ঘরের ছুরি দিয়ে এলোপাথারি কোপ। দুই পরিচারকের মধ্যে বচসার জেরে খুন বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। প্রাক্তন ফুটবলার (Football) পিকে ব্যানার্জীর (PK Banerjee) বাড়িতেই এই ঘটনা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

পুলিশ সূত্রে খবর, সল্টলেকে জিডি ব্লকের ২৭৩ নম্বর বাড়িতে মদের আসর বসেছিল]। এই বাড়ি ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের। যদিও এই বাড়িতে প্রাক্তন ফুটবলার ও তাঁর স্ত্রী-র অবর্তমানে ওই বাড়িতে তাঁদের মেয়েরা থাকতেন। সেখানেই দুই পরিচারকের মধ্যে ঝামেলা হয়। ঝামেলা চলাকালীন বরুন ঘোষ রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে এলোপাথাড়ি কোপাতে থাকে গোপীনাথ মুহুরিকে। আহত ব্যক্তিকে বিধান নগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এর পরে খবর যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে এসে বরুণ ঘোষকে গ্রেফতার করে। তবে কি কারণে এই ঝামেলা, সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ BJP Leader: প্রতিবেশীর হাতে খুন বিজেপি নেতা

ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশের অনুমান দুই জনের মধ্যে একজন গাড়িচালক অন্য় একজন কেয়ারটেকার ছিলেন। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলেই দাবি পুলিশের। শুক্রবার রাতে খুনের (Murder) ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে গাড়ির চালককে দফায় দফায় জেরা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দোলের দিন রাতে বাড়ির গাড়িচালক বরুণ ঘোষের সঙ্গে পরিচারক ভগীরথ মুহুরির মদ খাওয়া নিয়ে বিবাদ বাধে। সেই বিরোধ পৌঁছায় হাতাহাতিতে। অভিযোগ মাঝরাতে অস্ত্র নিয়ে ভগীরথের উপর আক্রমণ করে বরুণ ঘোষ। ভগীরথ নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে আঘাত আটকাতে ব্যর্থ হয়। পুলিশ জানিয়েছে, বাড়িতে ছুরি চালানোর পর বাড়ির একটি গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই গাড়িটিকে সিজ করেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। সেই গাড়িতে স্টিকার লাগানো প্রাক্তন ভারত অধিনায়ক প্রসূন ব্যানার্জীর।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/