Vladimir Putin: “আত্মসমর্পণ করো!” ট্রাম্পকে ঢাল করে ইউক্রেনকে হুঙ্কার রুশ রাষ্ট্রপতির

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর উদ্যোগে মার্কিন আধিকারিকদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের। এদিকে এরই মাঝে ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণ করার নির্দেশ দিলেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।

আরও পড়ুনঃ Donald Trump : ট্রাম্পের নয়া শুল্ক নীতিতে সিঁদুরে মেঘ দেখছে মাস্কের টেসলা

দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ট্রাম্প জানিয়ে দেন যে তিনি পূর্ব ইউরোপে শান্তি ফেরাতে চান। সেইমত রাশিয়া এবং ইউক্রেনকে দুই দেশকেই যুদ্ধ বিরতির বার্তা দেন তিনি। এরই মাঝে পুতিন (Vladimir Putin) জানিয়ে দিলেন, ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির আলোচনায় তিনি আগ্রহী। তবে কু্র্স্কে জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে হবে। উল্লেখ্য, গত অগাস্টে ইউক্রেনের সেনা পশ্চিম সীমান্ত দিয়ে রাশিয়ায় ঢুকে পড়ে কুর্স্কসহ বেশ কিছু জায়গা দখল করে নেয়। তবে ইদানিং পাল্টা আঘাতে শত্রুপক্ষকে ঘিরে ফেলেছে রুশ সেনারা।

এদিকে পুতিনের (Vladimir Putin) মন্তব্য রীতিমত ক্ষোভের সঞ্চার হয়েছে ইউরোপজুড়ে। ব্রিটেন, ফ্রান্স ইত্যাদি দেশ চূড়ান্ত ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে তারা ইউক্রেনে সেনা পাঠাতেও আগ্রহী বলে জানা যাচ্ছে। বিশেষ করে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার বলেন, “মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ছেলেখেলা করছেন পুতিন। তিনি বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে চাইছেন না। ক্রেমলিন আসলে শান্তি চায় না। কিন্তু আমরা তা হতে দিতে পারি না।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

উল্লেখ্য, বৃহস্পতিবার ট্রাম্পের প্রতিনিধি দেখা করেছিলেন রুশ রাষ্ট্রপতির সঙ্গে। তাঁদের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে। তার আগে কুর্স্কের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি রুশ রাষ্ট্রপতি পুতিনকে অনুরোধ করে বলেন, “কুর্স্কে হাজার হাজার ইউক্রেনীয় সেনা আটকে পড়েছেন। ওদের যেন প্রাণে মেরে ফেলা না হয়। যদি তা হয় তাহলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সবথেকে বড় গণহত্যা হবে।”