Swastha Sathi Card: বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল মমতার স্বাস্থ্যসাথী!

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প ইতিমধ্যেই সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে (Swatha Sathi Card)। এবার এই প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করল, যা রাজ্যের জন্য একটি বিশাল গর্বের বিষয়। আগেও ‘কন্যাশ্রী’ (Kanyashree), ‘উৎকর্ষ বাংলা’ (Utkarsh Bangla) এবং ‘সবুজসাথী’ (Sabuj Sathi) বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছিল, আর এবার ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পও সেই কাতারে যুক্ত হল। সম্প্রতি, সুইজারল্যান্ডের ‘সেন্ট গ্যালেন ব্রেস্ট ক্যানসার কনফারেন্স ২০২৫’ (St. Gallen Breast Cancer Conference 2025) এই প্রকল্পকে ক্যানসার চিকিৎসায় ব্যয় কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশেষভাবে মান্যতা দিয়েছে। চিকিৎসাবিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক জার্নাল ‘দি ব্রেস্ট’ (The Breast)-এ প্রকাশিত গবেষণাপত্রেও উঠে এসেছে স্বাস্থ্যসাথী প্রকল্পের সাফল্যের কথা। এই স্বীকৃতি প্রমাণ করে যে, প্রকল্পটি বাস্তবিক অর্থেই রাজ্যের সাধারণ মানুষের জন্য কার্যকরী হয়েছে।

আরও পড়ুন:- Murder: প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জীর বাড়িতে মদের আসরে খুন

রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডধারী (Swastha Sathi Card) পরিবারের সদস্যরা বিনামূল্যে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসা পাচ্ছেন। বিশেষ করে, স্তন ক্যানসার (Breast Cancer) রোগীদের চিকিৎসায় এই প্রকল্প একটি যুগান্তকারী ভূমিকা পালন করেছে। গবেষণা বলছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় কেমোথেরাপি (Chemotherapy) করানো সম্ভব হওয়ায় রোগীরা নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে পারছেন, যা আগে অর্থনৈতিক সমস্যার কারণে অনেকের পক্ষে সম্ভব ছিল না। সম্প্রতি, কলকাতার নয়াবাদ (Nayabad) ও সিঁথি (Sinthi)-এর দুটি বেসরকারি হাসপাতালে এক গবেষণা চালানো হয়। এতে ২৪৫০ জন স্বাস্থ্যসাথী কার্ডধারী রোগী এবং ২৭৩৫ জন নগদে চিকিৎসা করা রোগীর উপর সমীক্ষা চালানো হয়। গবেষণায় উঠে এসেছে যে, উভয় ক্ষেত্রেই রোগীদের বেঁচে থাকার হার প্রায় সমান। তবে, স্বাস্থ্যসাথী কার্ড থাকার কারণে চিকিৎসার ব্যয় প্রায় ৭০ শতাংশ কমে গিয়েছে। ‘সেন্ট গ্যালেন ব্রেস্ট ক্যানসার কনফারেন্স’-এ (St. Gallen Breast Cancer Conference) রাজ্যের চিকিৎসকদের গবেষণাপত্র পাঠ করার আমন্ত্রণ জানানো হয়েছিল। বিশিষ্ট অঙ্কোসার্জন (Oncosurgeon) ডাঃ সৌমেন দাসের (Dr. Soumen Das) নেতৃত্বে পাঁচজন চিকিৎসক এই গবেষণাপত্র উপস্থাপন করেন। গবেষণায় দেখানো হয়েছে, কীভাবে স্বাস্থ্যসাথী প্রকল্প স্তন ক্যানসার রোগীদের চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

বিশ্বের সেরা চিকিৎসকদের মঞ্চে বাংলার এই প্রকল্প আলোচিত হওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন। এই স্বীকৃতি শুধু রাজ্যের জন্য নয়, বরং ভারতের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য নজির স্থাপন করল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাফল্য প্রমাণ করে যে, সাধারণ মানুষের জন্য সরকার যে জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে, তা বাস্তবিক অর্থেই কার্যকর। ক্যানসারের মতো ব্যয়বহুল চিকিৎসা যাতে সাধারণ মানুষের হাতের নাগালে থাকে, সেই উদ্দেশ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্প (Swastha Sathi Card) চালু হয়েছিল। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার মাধ্যমে এই প্রকল্পের সাফল্য আরও সুস্পষ্ট হলো। ভবিষ্যতে এই প্রকল্পকে আরও শক্তিশালী করে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যসাথীর এই আন্তর্জাতিক স্বীকৃতি পশ্চিমবঙ্গকে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।