‘ওরা আমাদের অংশ’ ওপার বাংলার পাশে থাকার নির্দেশ ফিরহাদের

আন্তর্জাতিক

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: উত্তাল বাংলাদেশ! সাম্প্রদায়িক অশান্তির জেরে বর্তমানে ফের একবার ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওপর বাংলায়। এবার সেই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ফিরহাদ। এ বিষয়ে তীব্র নিন্দা জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বললেন যা হয়েছে তা কাম্য নয়। সঙ্গে পাশে থাকার বার্তাও দিলেন তিনি। এদিন তিনি বলেন, ‘আমরা মানুষের পাশে আছি। বাংলাদেশের যেটা হয়েছে সেটা কাম্য নয়। আমাদেরই এই বাংলার অংশ ছিল। আমরা চিরকাল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। বাংলাদেশে এর আগে যে সরকার ছিল তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলেই বেশ খানিকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধ তা হলে পাকিস্তানের মতো পরিণতি হবে। এমনটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে হয়েছে এটা অত্যন্ত দুঃখের। বর্তমানে যে পরিস্থিতি তা অত্যন্ত উদ্বেগের। যদিও পররাষ্ট্র নীতি নিয়ে আমরা কথা বলি না এটা ভারত সরকারই বলবে। আমরা যেহেতু প্রতিবেশী তাই আমাদের অত্যন্ত কষ্ট হয়। ওখানকার মানুষ কষ্ট পাচ্ছে ঠিকভাবে তাদের পাশে থাকব কারণ তারা আমাদের অতীত’ ।