Humayun Kabir: শো-কজের জবাব দিলেন হুমায়ুন কবীর

কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: শুভেন্দু অধিকারীর ‘চ্যাংদোলা’ মন্তব্যের পাল্টা জবাব ‘ঠুসে দেব’ বলে দিয়েছিলেন ভতরপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir )। যা নিয়ে রাজনৈতিক মহলে কম ঝড় ওঠেনি। দলবিরোধী মন্তব্যের কারণে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় শো-কজ় করেছিলেন। চাওয়া হয়েছিল জবাব। হুমায়ুন কবীর জবাব দেওয়া জন্য সোমবার পর্যন্ত সময় চেয়েছিলেন কিন্তু সময়ের আগেই দিয়েছেন জবাব।

হুমায়ুন কবীর এক পাতার চিঠির দু’পাতার জবাব দিয়েছেন। বলেছেন, চিঠিতে তিনি লিখেছেন, ‘‘শুক্রবার রাত ৮টা ১২ মিনিট নাগাদ আমার সঙ্গে কথা হয় শোভনদেববাবুর। তার পর আমি শো কজ় চিঠি দেখি। এক পাতার শো কজ় চিঠি দিয়েছিল। আমি দু’পাতার জবাব দিয়েছি। শোভনদেব যে হোয়াট্সঅ্যাপ নম্বর থেকে শো কজ় চিঠি পাঠিয়েছিলেন, সেই নম্বরে আমি ৯টা ৩৫ মিনিটে আমার জবাব পাঠিয়ে দিয়েছি পিডিএফ করে। এর আগে এক পাতার শো কজ়ের চিঠি দিয়েছিল। তার তিন পাতার জবাব দিয়েছিলাম। আমি বলেছি, আমার কাছে দল আগে নয়। আমি হুমায়ুন কবীর।’’ বলাই বাহুল্য যে, শো কজের পরও নিজের বক্তব্যে অনড় রয়েছেন তৃণমূল বিধায়ক।

আরও পড়ুনঃ Murder: প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জীর বাড়িতে মদের আসরে খুন

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, শুভেন্দুর র ‘চ্যাংদোলা’ মন্তব্যের পর মুর্শিদাবাদে গেলে তিনি রাজ্যের বিরোধী দলনেতাকে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন (Humayun Kabir )। সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, “আমার জাতের ওপর আক্রমণ করা হবে আর আমি ছেড়ে দেব? সবার আগে আমার ধর্ম, তারপর দল।”  তার পরেই তাঁকে শো-কজ করা হয়। তারই জবাবে এদিন হুমায়ুন বলেছেন, তিনি দলের নামে নয় ব্যক্তি হিসেবে শুভেন্দুর কথার প্রতিবাদ করেছেন। তাঁর জবাব, “হুমায়ুন বলেন, আমার জন্ম হয়েছে ১৯৬৩ সালে। যখন জন্মেছি, তখন তৃণমূলের কোনও অস্তিত্ব ছিল না। আমি তৃণমূল বা কংগ্রেস হিসেবে জন্মাইনি। মুসলিম মায়ের পেটে জন্মেছি। জীবন থাকতে দ্বিচারিতা করতে পারব না। আমি আগে একজন মুসলিম, তারপর দলের নেতা, তারপর দলের অনুগত সৈনিক।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/